দেশে কৃষক অনুদান নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

0
134

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

Political gesture on farmer grants in the country
ছবি সৌজন্যে-NDTV.com

লোকসভা ভোট যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই কৃষকদের প্রতি ধ্যান বাড়িয়ে কৃষক প্রতি বার্ষিক ৬ হাজার টাকা অনুদান ঘোষণা করল কেন্দ্র সরকার । গত ১ লা ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল । কেন্দ্র সরকারের স্থায়ী অর্থমন্ত্রী অরুণ জেটলি তখন চিকিৎসার জন্য আমেরিকায়।

সংসদে বাজেট পেশের সময় “প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প’ বা ‘পিএম-কিসান’ প্রকল্পের উল্লেখ করে পীযূষ গয়াল জানান যেসব কৃষক ২ হেক্টরের কম জমির মালিক তাদের বছরে ৬০০০ টাকা অনুদান দেবে সরকার।তিনি দাবি করেন প্রায় ১২ কোটি প্রান্তিক পরিবার এই প্রকল্পে উপকৃত হবে ।

আরও পড়ুনঃ এক নজরে বাজেট ২০১৯

বার্ষিক ৬ হাজার টাকার এই অনুদানকে দৈনিক অংকের হিসাবে প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মন্তব্য করেন ” দৈনিক ১৭ টাকা দিয়ে কৃষকদের অপমান করা হচ্ছে ! ”

এরপর রাহুল গান্ধীকে এক সুরে বিধলেন গেরুয়া শিবিরের দুই শীর্ষকর্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্থায়ী অর্থমন্ত্রী অরুণ জেটলি।রবিবার রাহুল গান্ধী সহ কংগ্রেসকে কটাক্ষ করে লেহ্ সফরে গিয়ে মোদী বলেন, ‘ “কৃষকদের জন্য যুগান্তকারী এই ‘পিএম-কিসান’ প্রকল্প। দিল্লিতে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে তাঁরা প্রান্তিক চাষিদের কাছে ৬০০০ টাকার প্রয়োজনীয়তা বুঝতে পারবেন না।”

এদিকে নিউ ইয়ার্ক থেকে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ জেটলি জানান” মাথায় রাখা দরকার, উনি লোকসভা ভোটে লড়ছেন। কোনও কলেজ নির্বাচনে নয়। ওঁর আরও পরিণত হওয়া উচিত।’’

বাজেট ঘিরে কংগ্রেস – বিজেপির এই বাক – সংঘাতে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here