পাঁচ বছর পর স্পষ্ট রাজনৈতিক বক্তৃতা দেবের

0
224

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Political speech of dev
নিজস্ব চিত্র

পাঁচ বছর আগে এই দেবকে শুধু বলতে শোনা গেছিল আমাকে ভোট দেবেন তো।ঠিক পাঁচ বছর পর ২০১৯ এ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই দেব এবার নায়ক নয়, পোড় খাওয়া রাজনীতিবিদের মতন রীতিমতন রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে দিলেন।

Political speech of dev
নিজস্ব চিত্র

নায়ক ও প্রাক্তন লোকসভার সাংসদ দেবকে দেখতে চড়া রোদ উপেক্ষা করে পিংলা বিধানসভার দুজিপুরে কর্মী সভাতে উপস্থিত হন হাজার হাজার মানুষ। কন্যাশ্রী থেকে শুরু করে রাজ্য সরকারের যেসব প্রকল্প আছে সেসব কেন্দ্রীয় সরকার থেকে অনেকটা ভালো কাজ করেছে এই রাজ্য সরকার তাও তুলে ধরলেন অভিনেতা দেব।

Political speech of dev
নিজস্ব চিত্র

আজ দেব এর সমর্থনে পিংলা বিধানসভার উজিরপুরে এক কর্মী সভার অনুষ্ঠানে এসে তাকে আবার জিতিয়ে আনার অনুরোধ জানালো প্রার্থী দীপক অধিকারী।’এইবার দেব আড়াই লক্ষ ভোট কে ছাপিয়ে ৩ লাখের বেশি ভোটে জয়লাভ করবে কারণ তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যে বিজেপি প্রার্থী তাঁর নাম ভারতী ঘোষ।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে প্রচারে দেব

তিনি দূর্নীতিগ্রস্থ, পাপ থেকে বাঁচার জন্য রাম শিবিরে গিয়ে রাম নাম করছে বাঁচার জন্য’-বললেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here