সুদীপ পাল,বর্ধমানঃ
নির্বাচন মিটেছে কিন্তু মেটেনি ভোট পরবর্তী হিংসা।রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা চলছে। সেই রেশ ছুঁয়ে যাচ্ছে পূর্ব বর্ধমানের গুসকরাকে৷
গত ২৩ মে গুসকরার তকিপুর গ্রামে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তকিপুর গ্রাম থেকে চারজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, অযথা বিজেপি কর্মীদের হায়রান করা হচ্ছে। এরপরেই ধৃতদের মুক্তির দাবিতে গুসকরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশ বিক্ষোভ হটানোর চেষ্টা করে। তাতে প্রথমে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। কিন্তু বচসার পরেও বিক্ষোভ না ওঠায় পুলিশ লাঠিচার্জ করতে থাকে।
বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে অন্তত ১৪ জন কর্মী আহত হয়েছেন।পুলিশ শুধু শাসকদলের হয়ে কাজ করছে বলে মন্তব্য করেন বিজেপির ৫৫ নম্বর মণ্ডল কমিটির পর্যবেক্ষক সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ নতুন ওয়ার্ড গঠনের প্রস্তাব ঘিরে বিতর্ক
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান,চার জনকে প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা থানায় এসে পুলিশকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায় অবশ্য হুশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে ফের আন্দোলন করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584