সুদীপ পাল,বর্ধমানঃ
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ ৭নং ওয়ার্ডের এলাকা রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল।

বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের কয়েকজন তাঁদের ওপর আক্রমণ করেছে। তৃণমূল এই ঘটনার দায় অস্বীকার করেছে।
তৃণমূলের বক্তব্য,এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। এটি সম্পূর্ণ পাড়ার বিবাদের জের।
জানা যাচ্ছে, জে সি বোস এলাকায় ভীম মুখিয়া নামে এক তৃণমূল কর্মীর সাথে বচসা বাধে বিজেপির সুরজ মন্ডল নামে এক কর্মীর। বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। এরপর বিবাদ মিটে যায়।কিন্তু কিছুক্ষণ পরেই তৃণমূলের কর্মীরা কাউন্সিলরকে নিয়ে ফিরে আসেন। তারপর এই বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে হয়।
বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের এক কর্মীর মা উর্মিলা দেবী তাঁদের বাঁচাতে এলে তাঁরও মাথা ফাটিয়ে দেওয়া হয়।
বিজেপি নেতাদের অভিযোগ, লোকসভা ভোটে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের বেশি ভোট পেয়েছে বিজেপি।ভোটের ফলাফলের পর থেকেই বিজেপি কর্মীদের নানাভাবে অত্যাচার করা হচ্ছে,হুমকি দেওয়া হচ্ছে, হামলাও চলছে নিয়মিত।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত
যদিও স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ বলছেন,এটি পাড়ার গন্ডগোলের ঘটনা। বিজেপি তাতে রাজনীতির রং দিতে চাইছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584