নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
অন্য বারের থেকে পরিস্থিতিটা আলাদা 8 জুলাই ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জন্মদিনটা বাড়িতেই পালন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
একের পর পর ভক্তদের শুভেচ্ছাতে বীরেন রায় রোডের বাড়িটা গম গম করতো, কিন্তু এবার করোনাতে সোশ্যাল ডিসটেন্স নামক শব্দটা উঁকি দিচ্ছে। তাই সোশ্যাল নেটওয়ার্কেই শুভেচ্ছা গ্রহণ করছেন তিনি।
তবে বিসিসিআইয়ের কাজ থেকে ব্যবসার কাজ রয়েছে সে কারণে বাড়িতে থাকলেও দম ফেলার সময় নেই তার মাঝেই ফোনে কিছুটা সময় দিলেন আমাদের প্রতিনিধিকে।
নিজের ৪৮তম জন্মদিন নিয়ে সৌরভের প্রতিক্রিয়া, ‘যখন খেলতাম টিমের সঙ্গে আনন্দ করতাম। খেলা ছাড়ার পর বাড়িতে অনেকে আসতো। কিন্তু এখন পরিস্থিতি আলাদা এই বার মনে আনন্দ নেই আশা করছি যাতে তাড়াতাড়ি করোনা বিপদটা কেটে যায় ভ্যাকসিন বেরোয় আমরা ছন্দে ফিরতে পারি।
আইপিএল কি হচ্ছে? হলে কি দেশের বাইরে? সৌরভ জানান, ‘এখনো ঠিক হয় নি দেখা যাক। ‘ আইসিসিতে কি তিনি যাচ্ছেন সৌরভ এখানে ডিফেন্স করলেন। তাঁর উত্তর, ‘আমিও বিসিসিআইয়ের বাকিদের মতো একজন সদস্য, যদি মিলিত ভাবে সিদ্ধান্ত হয় আমার যাওয়া উচিত ভারতীয় ক্রিকেটের ভালোর জন্য, আমি যাবো।‘
আরও পড়ুনঃ বকেয়া মিটিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগান অর্থসচিবের
সব পাওয়া হয়ে গেছে এবার কি লক্ষ মুখ্যমন্ত্রী হওয়া? সৌরভ হেসে জবাব দিলেন, ‘অনেক বড়ো দায়িত্ব, তাছাড়া আমি রাজনীতির কিছু বুঝি না। তাই ওটা আমার এখন জায়গা নয়।‘ একই সঙ্গে বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলের অনুশীলন করা কঠিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584