‘ইতিহাস না জেনে রাজনীতি উচিত নয়’, অভিষেককে আক্রমণ সোমেন পুত্র রোহনের

0
127

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ডায়মন্ড হারবার আসনে জয় সুনিশ্চিত করতে প্রয়াত কংগ্রেস সাংসদ সোমেন মিত্রের বিরুদ্ধে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সোমেনবাবু ডায়মন্ড হারবারের জন্য কিছুই করেননি।

abhishek banerjee | newsfront.co
অভিষেক ব্যানার্জি। ফাইল চিত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে পাল্টা আক্রমণে বিঁধলেন সোমেন পুত্র রোহন। তিনি বললেন, “অভিষেকবাবুর নিশ্চয়ই জানা আছে, সারদা সহ চিটফান্ড দুর্নীতির কবলে পড়ে ডায়মন্ডহারবার তথা দঃ ২৪ পরগনার গরীব মানুষেরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সব হারানাে মানুষগুলাের প্রতি দায়বদ্ধতা থেকেই সােমেন মিত্র ঘৃণায় তৃণমূল ছেড়েছিলেন।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে, তৃণমূলকে সমুদ্রের সাথে তুলনা করলেন ফিরহাদ

rohon | newsfront.co
রোহন মিত্র। ফাইল চিত্র

তিনি সেই দায়বদ্ধতা থেকেই দুর্নীতিগ্রস্ত একটা দলের সংসর্গ ত্যাগ করে , হেলায় সাংসদ পদ ছেড়ে আবার পুরোনাে দল কংগ্রেসে আসেন। তৃণমূলের মতাে অসৎ দলের বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছিলেন। শুধু তাই নয়, সাংসদ থাকাকালীনই চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ স্তরে চিঠিও লিখেছিলেন সােমেন মিত্র। তাই জনসভায় বক্তৃতা দেওয়ার আগে ইতিহাস-ভূগোল জেনে তবেই রাজনীতিটা করুন।” এই ভাষাতেই তোপ দাগলেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন পুত্র তথা দলের সাধারণ সম্পাদক রোহন মিত্র।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের আগেই শুভেন্দু অধিকারীর ফ্লেক্সে ছয়লাপ গোটা মেদিনীপুর শহর

অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে রোহন বলেন, “আবারও বলছি, অভিষেকবাবু, সােমেন মিত্রের মূল্যায়ণ করার আগে ইতিহাস , ভূগােলটা একটু ভাল করে জেনে আসুন। দরকারে আপনার দলের নেতা – মন্ত্রী, যাদের নেতা বানিয়েছিলেন সােমেন মিত্র, তাদের কাছে গিয়ে একটু – আধটু হােম ওয়ার্ক করে তারপর বক্তব্য রাখুন।”

প্রসঙ্গত, সাতগাছিয়ার জনসভায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এসেছিল সােমেন মিত্রের নাম। তারপরই তাকে এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে পাল্টা আক্রমণ করে রােহন মিত্র বলেন, “ডায়মন্ডহারবারের সাংসদ থাকাকালীন প্রয়াত সােমেন মিত্র কী কী কাজ করেছিলেন তা আজ মঞ্চে বসা অশােক দেব অথবা প্রয়াত তমোনাশ ঘােষের কাছ থেকে এতদিনে জেনে নিতে পারতেন অভিষেকবাবু। হােমওয়ার্ক না করে নামলে ভুলভাল কথা মুখ দিয়ে বেরিয়ে আসবেই। ইতিহাস ভূগােল জেনে রাজনীতিতে নামা উচিত।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here