আমপানের জেরে উপড়ে গেছে অসংখ্য গাছ, কলকাতায় দূষণ বৃদ্ধির আশঙ্কা

0
72

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমপানের দাপটে তছনছ তিলোত্তমা। গত বুধবার ১৩০ কিমি বেগে ঝড় বয়ে গেছে কলকাতার বুকে। ঝড়ের দাপটে শহরতলীতে উপড়ে গেছে বহু গাছ। এখনও রাস্তা আটকে পড়ে রয়েছে বেশকিছু গাছ। শুধুমাত্র এই কারণে লকডাউন পরবর্তী সময়ে শহরের দূষণের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

Amphan | newsfront.co
বুধবারের ঘূর্ণিঝড়ে উপড়ে যাওয়া গাছ। সংবাদ চিত্র

কলকাতা পুরসভা জানিয়েছে, পাঁচ হাজারেরও বেশি গাছ পড়ে গিয়েছে শহরে। তাদের মধ্যে অনেক গাছেরই বয়স ৫০ বছরেরও বেশি। তবে পরিবেশবিদদের দাবি, পড়ে যাওয়া গাছের সংখ্যাটা দশ হাজার ছুঁয়েছে। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে জানানো হচ্ছে, আগামী বর্ষার মরশুমে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুনঃ ২৬ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠানোর আর্জি জানিয়ে রেলমন্ত্রককে চিঠি রাজ্যের

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র-ইন-কাউন্সিল ও প্রশাসনিক বোর্ডের সদস্য দেবাশিস কুমার জানান, “আপাতত পড়ে থাকা গাছ সরানোই সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই কাজ করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। একটি পূর্ণবয়স্ক গাছের ক্ষতিপূরণ করতে দশটি গাছ লাগানো দরকার। এটাই সাধারণ নিয়ম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গাছ লাগানোর আর্জি জানিয়েছেন ‘গ্রিন কভার’-কে ফিরিয়ে আনতে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here