ওয়েবডেস্কঃ
অবশেষে গ্রেফতার হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক পূজা শকুন পান্ডে ও তার স্বামী অশোক পান্ডে সহ দলের আরও ১২ জন সদস্য ।
গত ৩০ শে জানুয়ারি গান্ধীজীর ৭১ তম মৃত্যুবার্ষিকীতে হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক পুজা পান্ডেকে দেখা যায় গান্ধীজীর প্রতিকৃতিতে গুলি করে তাঁর মৃত্যু দিবস উদযাপন করছেন । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই মহিলার সাথে রয়েছেন তার দলের আরো বেশ কয়েকজন সদস্য ।
উত্তর প্রদেশ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আলিগড়ের তপ্পল থেকে পুজা শকুন পান্ডে ও তাঁর স্বামী অশোক পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ শে জানুয়ারির ঘটনার পর গত সপ্তাহে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।
উল্লেখ্য গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে উক্ত হিন্দু মহাসভার সদস্য ছিলেন । সূত্রের খবর ঐ দিন নাথুরাম গডসের প্রতিকৃতিতে মাল্যদান করে তারা দিনটিকে উদযাপন করেছেন। পরক্ষনেই তাদেরকে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে ।
জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ব্রিটিশ স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে নরমপন্থী নীতিনিষ্ঠ মনোভাবের আশ্রয় নিয়ে সুষ্ঠু মীমাংসার মাধ্যমে এ দেশ স্বাধীন করতে চেয়েছিলেন । ভারত স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য ।
১৯৪৮ সালে ৩০ জানুয়ারি আকস্মিকভাবে গান্ধীজিকে গুলি করে হত্যা করেন হিন্দু মহাসভার অন্যতম সদস্য নাথুরাম গডসে । নাথুরাম গডসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় । ওই বছরই ৮ নভেম্বর ফাঁসির সাজা শোনায় শীর্ষ আদালত । ওই বছরই ১৫ ই নভেম্বর ফাঁসি হয় গডসের ।
গান্ধীজীর হত্যাকারী হিন্দু মহাসভার সদস্য নাথুরাম গডসের প্রতিকৃতিতে মাল্যদান সম্পন্নের পর হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক পূজা শকুন পান্ডের নেতৃত্বাধীনে সেই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায় দেশজুড়ে।
(ছবি সৌজন্যে-ইন্ডিয়া টুডে)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584