শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিপুল হারে টেস্ট শুরু করা না হলে রাজ্যে করোনা আক্রান্তদের প্রকৃত চিত্র কখনই সামনে আসবে না, এমন আক্রান্ত করেছিলেন অনেক বিশেষজ্ঞরাই। সাম্প্রতিক সময়ে এই পন্থা অবলম্বন করেই রাজ্যে ব্যাপক হারে সংক্রমণ রুখে দিতে পেরেছে কেরল। এবার সেই পথে হেঁটে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ‘পুল টেস্ট’।
শনিবার রাতে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই পদ্ধতিতে কম খরচে কম সময়ে বিপুল সংখ্যক মানুষের একসঙ্গে টেস্টিং করা যাবে বলে মত স্বাস্থ্যকর্তাদের। প্রাথমিক ভাবে রাজ্য সরকারের দাবি ছিল, কিটের সমস্যার কারণে র্যাপিড টেস্ট করা সম্ভব হয়ে উঠছে না। কিট মিললেই তা শুরু হবে। তবে কিটের অপেক্ষায় আর না থেকে এবার বিকল্প হিসাবে পুল টেস্টিং-এর পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ।
কী এই পুল টেস্টিং? বিশেষজ্ঞদের মতে, ধরা যাক. একটি নির্দিষ্ট এলাকায় পাঁচ জনের একসঙ্গে নমুনা সংগ্রহ করা হল। এরপর সেই নমুনা একসঙ্গে মিশিয়ে একটি নমুনা তৈরি করা হল। এই পদ্ধতিতে এক এলাকার পাঁচজনের লালারসের নমুনা থেকে আরএনএ নিয়ে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেইন বিক্রিয়া পদ্ধতিতে ডিএনএ তৈরি করা হয়। তারপর সেটি ল্যাবে পরীক্ষা করা হল। যদি পরীক্ষার ফল নেগেটিভ আসে, তাহলে ধরে নেওয়া যাবে ওই পাঁচ জনেরই করোনা সংক্রমণ নেই। সেক্ষেত্রে এক এক জন পরীক্ষা করতে গেলে, বেশি সংখ্যক কিটের প্রয়োজন হত।
বিশেষজ্ঞদের মতে, এইভাবে পরীক্ষা করলে যেখানে একটি ল্যাবে দিনে একশো জনের পরীক্ষা করা যেত, সেখানে পাঁচশো জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। কিন্তু প্রশ্ন হল, যদি ওই পাঁচ জনের একত্রিত নমুনার ফল পজেটিভ আসে, তাহলে কী করা হবে? সেক্ষেত্রে ওই পাঁচ জনের নমুনা আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আইসিএমআর-এর তরফে অবশ্য জানানো হয়েছে, সে এলাকায় আক্রান্তের সংখ্যা ২-৫ শতাংশের মধ্যে রয়েছে, সেখানেই এই পরীক্ষা করা উচিত। সেইসঙ্গে যে ব্যক্তির মধ্যে কোভিড ১৯ লক্ষণ নেই, অথবা যাঁরা স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত তাঁদের এই পদ্ধতিতে পরীক্ষা করা উচিত। কোভিড ১৯ উপসর্গ দেখা দিলে কখনও এই পদ্ধতিতে পরীক্ষা করা উচিত নয়। এর ফলে একদিকে যেমন দিনে অনেক বেশি সংখ্যায় পরীক্ষা করা যাবে, তেমনি, লোকসংখ্যাও কম লাগবে, টাকাও বাঁচবে। উপসর্গবিহীন করোনা রোগীকে চিহ্নিত করতে এটিই সেরা পদ্ধতি বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584