সুদীপ পাল,বর্ধমানঃ
খাবারের মান খারাপ। ক্রমশ আরো খারাপ হয়ে চলেছে এই অভিযোগে গলসি ১ ব্লকের সন্তোষপুর গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। অভিভাবকদের অভিযোগ, ৬২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করে ত্রিশজন শিশু ও চারজন অন্তঃসত্ত্বাকে খাওয়ানো হয়। কিন্তু যে ডাল দিয়ে রান্না হচ্ছে তা বহু পুরনো। নষ্ট হয়ে গিয়ে পোকা ধরেছে। শুধু ডাল নয় চালেও মেশানো হয়েছে বালি।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মীকে বিষয়টি বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় শহীদুল মল্লিক, বিকাশ বাগদি প্রমুখ। তাঁদের বক্তব্য, বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। ফলে এক প্রকার বাধ্য হয়েই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রের কর্মী ফতেমা শেখ দাবি করছেন, ডালগুলি দীর্ঘদিন ধরে মজুদ থাকায় তা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু, সেই ডাল দিয়ে রান্না হয় না। যদিও অভিভাবকরা বলছেন সম্পূর্ণ মিথ্যে বলছেন ফতেমাদেবী।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে আইনজীবীদের বিক্ষোভ অব্যাহত
গলসি ১ সিডিপিও অতনু চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।
যদিও ডাল খারাপ এমন কোনো অভিযোগ আসেনি বলে জানান বিডিও গলসি ১ বিনয় কুমার মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584