নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গোয়ার উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকরের মোবাইল থেকে অশ্লীল ভিডিয়ো ক্লিপিং ছড়ানোর অভিযোগ। রবিবার গভীর রাতে প্রায় ১:২০ নাগাদ চন্দ্রকান্ত তাঁর মোবাইল থেকে ‘ভিলেজেস অফ গোয়া’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্নোগ্রাফির ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন।
এই গ্রুপে তাঁর বিধানসভা কেন্দ্র, কুয়েপেমের অনেক গ্রামবাসী রয়েছেন। তাঁদের মাধ্যমেই সকালে ঘটনার কথা সামনে আসে। এরপরেই গোয়া পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানায় বিরোধী রাজনৈতিক দল।
চন্দ্রকান্ত অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর মানহানির চেষ্টা চালানো হচ্ছে। রবিবার রাত ১টার পরে যখন ওই অশালীন ভিডিয়ো পাঠানো হয়েছিল, তিনি সে সময় ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর মোবাইল হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে সত্যি সামনে আসবে।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল গুলির লড়াই, খতম তিন মহিলা-সহ পাঁচ মাওবাদী
উপমুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী বিজেপি নেতা চন্দ্রকান্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের পাশাপাশি মহিলাদের অসম্মানের অভিযোগে মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছে গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা শাখা। তাঁদের দাবি চন্দ্রকান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে। চন্দ্রকান্ত অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর মোবাইল ‘হ্যাক’ করে রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে।
আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি আক্রমণে পুলিশ অফিসারের মৃত্যু
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা ভোটে দক্ষিণ গোয়ার কুয়েপেম থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিরোধী দলনেতা হয়েছিলেন চন্দ্রকান্ত। পরবর্তীতে আরও ৯ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি এবং উপমুখ্যমন্ত্রী হন। চন্দ্রকান্ত এবং বাকি ৯ জন বিধায়ককে পাশে পাওয়ায় বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584