প্রান্তিক এলাকায় পোশাকের হাট পেয়ে খুশি এলাকার মানুষ

0
72

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

ডোমকল থেকে অনেক ভিতরে জিৎপুর। সেই প্রান্তিক গ্রাম্য এলাকায় পোশাকের হাট পেয়ে খুশি এলাকাবাসী। ওই এলাকার গ্রাহকরা ডোমকল শহরে বাজার করতে গেলে প্রায় একটা দিন শেষ হয়ে যায়। আর সেই পরিস্থিতিতে ইউসুফ আলীর উদ্যোগে গ্রামের মধ্যে পোশাকের হাট চালু হওয়ায় অত্যন্ত খুশি এলাকার মানুষ।

Jalangi Poshaker Hat
নিজস্ব চিত্র

প্রায় ২৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হয় পোশাকের বাজার করতে। তারপর আবার বাড়ির মহিলাদের নিয়ে যেতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হতো। সেই জায়গায় দাড়িয়ে এমন একটা হাট পেয়ে খুবই আবেগী মানুষজন। এই হাট হওয়ার দরুন গাড়ি ভাড়ার টাকাটাও এবার থেকে বেঁচে যাবে গ্রাহকদের। এছাড়া একাধিক পোশাক দেখে নেওয়ার পরিষেবাও চালু আছে হাটে। এদিন ক্রেতা থেকে বিক্রেতাদের উৎসাহ ছিল খুব ভালো।

আরও পড়ুনঃ বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার রিক্রেশন ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

Jalangi Poshaker Hat
নিজস্ব চিত্র

হাট উদ্যোক্তা সূত্রে জানা যায়, ডোমকল থেকে অনেক ভিতরের গ্রাম জিৎপুর। এলাকার মানুষের দীর্ঘদিনের সম্যসার সমাধান করার উদ্দেশ্য পোষাকের পাইকারি ও খুচরো হাট শুরু করা হয়। এই ব্যবসায় মাধ্যমে অনেক বেকার যুবক কর্মংস্থান করতে পারবে বলে আশাবাদী তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here