শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সারাদিন শান্ত থাকার আচমকাই মিলল একই দিনে একসঙ্গে পাঁচ জন করোনা আক্রান্তের খবর। ফলে এক লাফে বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। এরা সকলেই নদিয়ার তেহট্টের বাসিন্দা এবং নদিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের কলকাতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
এছাড়াও ২০৮ জনকে আইসোলেশনে এবং ২৫০৮০ জনকে বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
শুক্রবার সন্ধ্যায় নতুন এই পাঁচ জন করোনা আক্রান্ত হওয়ার খবর আসে।
জানা গিয়েছে, নদিয়ার তেহট্টের বাসিন্দা এই পরিবারের ২৭ বছরের এক মহিলা ১৬ মার্চ দিল্লিতে লন্ডন ফেরত এক বাঙালি বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফিরে আসার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দিল্লি থেকে ফিরে আসার পর এদেরও নিয়ম মতো হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কিন্তু প্রথমে তার অসুস্থতার কথা কাউকে জানাননি। এদিকে একই সঙ্গে থাকার ফলে ৪৫ বছরের এক মহিলা সহ ১১ বছরের এক কিশোর এবং ৬ বছর ও ৯ মাসের দুই শিশুকন্যাও সংক্রামিত হয়ে পড়ে।
আচমকাই এদের শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে ৫ জনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়।
শুক্রবার তাদের রিপোর্ট আসে করোনা পজিটিভ। আরও জানা গিয়েছে, ওই তরুণী দিল্লিতে যে লন্ডন ফেরত বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারও পরবর্তীকালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিও এখন দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন।
একসঙ্গে পাঁচ করোনা আক্রান্তের খবর আসায় তা স্বাস্থ্য দফতরের কর্তাদের উদ্বেগ যেন আরও বাড়িয়ে দিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584