ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনা রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করতে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, পজিটিভ রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না কোভিড রোগীদের, হাসপাতালে আসলেই মিলবে চিকিৎসা। ফেরানো যাবে না কোনো রোগীকেই, প্রয়োজনে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে নেওয়া হবে কোভিড চিকিৎসার জন্য।
দেশে দৈনিক করোনায় আক্রান্ত হচ্ছেন ৪ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগ বাড়িয়েছে, পেরিয়েছে ৪ হাজারের গণ্ডি। দেশজুড়েই ভয়ংকর চেহারা নিয়েছে করোনা।
Positive #COVID19 test report not mandatory for admission to health facility: Health Ministry
— Press Trust of India (@PTI_News) May 8, 2021
দেখে নেওয়া যাক কি বলা হয়েছে নির্দেশিকায়ঃ
১) ন্যুনতম লক্ষণ থাকলেই ভর্তি নিতে হবে, ফেরানো যাবে না রোগীকে।
২) সন্দেহজনক রোগীর চিকিৎসার জন্য থাকতে হবে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা।
৩) সংক্রমিতের শারীরিক অবস্থা বুঝে নির্ধারিত হবে হাসপাতালে ভর্তির সময়।
৪) ভর্তি হওয়ার পূর্বে করোনা রিপোর্ট আব্যশিক নয়, রিপোর্ট আসার আগেই শুরু করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা।
৫) এক শহরের রোগী অন্য শহরে ভর্তি হতে পারবে, কোনো রোগীকেই ফেরানো যাবে না
আরও পড়ুনঃ করোনা নিরাময়ে গোমূত্র পানের পরামর্শ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের
প্রসঙ্গত, করোনা চিকিৎসার খরচে এবার স্বস্তি আয়করে। ২ লক্ষ টাকার অধিক খরচে মিলবে ছাড়। চলতি আর্থিক বছরেই মিলবে আয়করের এই ছাড়, ঘোষণা আয়কর বিভাগের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584