মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
গত মঙ্গলবারই দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে চতুর্থ দফার লকডাউনের কথা আগাম জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই দফার লকডাউন যে অন্যরকম হবে তার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। আগামী সোমবার থেকে দেশজুড়ে শুরু হওয়া চতুর্থ দফার লকডাউনে ছাড় দেওয়া হচ্ছে একাধিক ক্ষেত্রে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ধীরে ধীরে অন্তর্দেশীয় বিমান ও রেল চলাচল শুরু হতে পারে। আবার কোন এলাকা হটস্পট তা চিহ্নিত করার দায়িত্ব এবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতেই থাকছে। চতুর্থ দফার লকডাউনে স্কুল, কলেজ, অফিস না খুললেও কনটেনমেন্ট এলাকা বাদে রেড জোনে সেলুন, চশমার দোকান খোলায় ছাড় দেওয়া হতে পারে।
আরও পড়ুনঃ ফোর্বস তালিকায় বিশ্বের তৃতীয় দাতা প্রেমজি
অন্যদিকে, গ্রিন জোনভুক্ত এলাকা পুরোপুরি খুলে দেওয়া হতে পারে। অরেঞ্জ জোনভুক্ত এলাকায় লকডাউন কিছুটা শিথিল করার সম্ভাবনা রয়েছে। তবে সূত্রের খবর, লকডাউন বজায় রাখার পক্ষে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অসম, তেলেঙ্গানার মতো রাজ্যগুলো। যে এলাকা রেড জোনের মধ্যে কনটেনমেন্ট জোন নয়, সেই এলাকায় লোকাল ট্রেন, বাস, মেট্রো পরিষেবা শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। চতুর্থ দফার লকডাউনে নিয়ম মেনে রেড জোনে অটো, ট্যাক্সি পরিষেবায় ছাড় পাওয়া যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584