কুখ্যাত ছোটা রাজন এবং মুন্না বজরঙ্গির নামে ডাকটিকিট! তদন্তে ডাকবিভাগ

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আজব কাণ্ড ঘটল যোগী রাজ্যে। ডাকটিকিটে ছাপা হল কুখ্যাত মাফিয়া ছোটা রাজন এবং মুন্না বজরঙ্গির ছবি! এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। পোস্টমাস্টার জেনারেল ভি কে ভার্মা গাফিলতির কথা স্বীকার করে কানপুর ডাকবিভাগের আধিকারিকদের তদন্তের নির্দেশ দিয়েছেন।কোনও এক ক্লার্কের ভুলেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

controversial postal Stamp | newsfront.co
বিতর্কিত পোস্টাল স্ট্যাম্প

কেন্দ্র সরকারের ডাক বিভাগের তরফে নয়া একটি প্রকল্প চালু করা হয়েছে। নাম ‘মাই স্ট্যাম্প’। এই প্রকল্পে ভারতীয় নাগরিকরা ‘পার্সোনালাইজড স্ট্যাম্প’ বা ডাক টিকিট ছাপাতে পারবেন। তাতে ওই নাগরিকের নিজের ছবি, কোনও প্রতিষ্ঠানের লোগো কিংবা দেশের কোনও ঐতিহ্যপূর্ণ বিল্ডিং, জনপ্রিয় পর্যটনস্থল, ঐতিহাসিক শহরের ছবিও থাকতে পারে। তবে আপত্তিজনক কোনও ছবি ডাক টিকিটে ছাপানো যাবে না। অথচ কানপুরে দুই মাফিয়ার ছবি দিয়ে ডাক টিকিট ছাপানো হয়েছে।

আরও পড়ুনঃ আন্দোলনরত কৃষকদের বুধবার ফের আলোচনায় আহ্বান সরকার পক্ষের

একবারে ১২টি করে এই ধরণের ডাক টিকিট মেলে। এক একটি ডাক টিকিট দাম পড়ে ৫ টাকা। এক পাতা এ ধরণের ডাক টিকিট পেতে মোট খরচ ৩০০ টাকা। ছোটা রাজন ও বজরঙ্গি মুন্নার ছবি স্ট্যাম্পে ছাপাতে ৬০০ টাকা দেওয়া হয়েছে। কিন্তু কে বা কারা এই টাকা দিয়েছে, বা এই ডাক টিকিট ছাপানোর বরাত দিয়েছে, তা এখনও অজানা। তবে এর পিছনে দফতরের আধিকারিকদের গাফিলতি রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

২০১৮ সালের ৯ জুলাই মুন্না বজরঙ্গি বাগপত জেলে খুন হয়েছিল। অন্যদিকে, ২০১৫ সালে বালি দ্বীপ থেকে ছোটা রাজনকে গ্রেফতার করে ভারতে আনা হয়েছিল। আপতত তিহাড় জেলে রাখা হয়েছে তাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here