সুদীপ পাল,বর্ধমানঃ
কাটমানি ফেরতের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে পোস্টার পড়ল।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সচিবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে পোষ্টারগুলিতে। পোস্টার দেখার পরেই সচিব শুভপ্রসাদ নন্দী মজুমদার বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানান।
জানা যায়, গোলাপবাগ ক্যাম্পাসে সচিবের ঘর, ক্যান্টিনের পাশে, বিশ্ববিদ্যালয়ের গেট-সহ বিভিন্ন জায়গায় শুভপ্রসাদবাবুর দুর্নীতির কথা লেখা হয়েছে।
লেখা আছে, ছাত্রদের হয়রানির কারিগর শুভপ্রসাদ নন্দী মজুমদারের অবিলম্বে শাস্তি চাই। কোথাও লেখা আছে, অফিসের সময় ঘরে থাকেন না কেন?
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির নেতাদের সঙ্গে সংঘাত বেধে ছিল বিজ্ঞান বিভাগের সচিব শুভপ্রসাদবাবুর। তাতে তিনি গায়ে হাত তোলার অভিযোগ করেছিলেন। শিক্ষামন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় তরফে চিঠিও পাঠানো হয়।
সেই ঘটনা স্মরণ করে শুভপ্রসাদবাবুর দাবি, এইসব পোস্টার কে দিয়েছে তা বোঝাই যাচ্ছে। স্নাতকোত্তর ভর্তির নিয়ম কড়াকড়ি হয়েছে। এরপরেই তিনি বলেন, গৃহস্থের ঘরে তালা বদলালে চোরের রাগ হবেই।
আরও পড়ুনঃ ঝাঁকরায় তৃণমূল নেতাদের দূর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের
যদিও ছাত্র নেতারা এই নিয়ে কোনো কথা বলতে চাননি। টিএমসিপির জেলা সভাপতি মহম্মদ সাদ্দাম বলেন, ছাত্র-ছাত্রীরা পোষ্টার মেরেছে। পরবর্তীতে তারা প্রকাশ্যে আন্দোলন করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584