বিধানসভা ভোটের আগে বড়সড় রদবদল কলকাতা পুলিশে

0
100

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

জগদ্ধাত্রী পুজো কেটে যেতেই ফের বড়সড় রদবদল হল কলকাতা পুলিশে। প্রসঙ্গত কিছুদিন আগেই কলকাতা পুলিশের কিছু শীর্ষ আধিকারিক কে বদলি ঘোষণা করেছিল নবান্ন। এবার বদলি করা হল কলকাতা পুলিশের অন্যতম পরিকাঠামোর সঙ্গে যুক্ত থানার ৭৯ জন অফিসার ইনচার্জ কে।

kolkata police force | newsfront.co
ফাইল চিত্র

মোট ৭৮ জন পুরুষ পুলিশ অফিসার ইনচার্জ এবং ১ জন মহিলা পুলিশ অফিসার ইনচার্জ কে বদলি করা হয়েছে।প্রকাশিত রদবদলের তালিকাতে দেখা গিয়েছে, কলকাতা পুলিশের প্রত্যেক ডিভিশনে ব্যাপক রদবদল করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রশাসক নয় ভোট চাই দাবিতে মেদিনীপুর পুরসভা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

এর মধ্যে ১০ জন অফিসার ইনচার্জ কে স্পেশাল ব্রাঞ্চ বা লালবাজারের গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। ঠিক তেমনই ৯ জন অফিসার কে লালবাজার অথবা স্পেশাল ব্রাঞ্চ থেকে নিয়ে এসে থানায় পোস্টিং দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিজ্ঞাপনে মুখ ঢেকেছে যুদ্ধজয়ের স্মারক, ক্ষুব্ধ এলাকাবাসী

এছাড়া বাদ বাকি সমস্ত অফিসার কে সারা শহরের মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে পোস্টিং দেওয়া হয়েছে। একমাত্র মহিলা অ্যাডিশনাল অফিসার ইনচার্জ মহুয়া বিশ্বাস পর্ণশ্রী থানা থেকে একই পোস্টে বালিগঞ্জ থানায় পোস্টিং হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here