পিয়ালী দাস,বীরভূমঃ
রাজ্যে বিজেপি-র রথযাত্রার তারিখ পিছিয়ে গেল।৫ ডিসেম্বর বীরভূম থেকে যে রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল,তা ১৪ ডিসেম্বর শুরু হবে।রাজ্যে রথযাত্রার কর্মসূচির সূচনা হবে ৭ ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহার থেকে।এছাড়া দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর ও বীরভূম থেকেও রথযাত্রার সূচনা হবে।গঙ্গাসাগর থেকে ৯ ডিসেম্বর শুরু হবে রথযাত্রা। অন্যদিকে বীরভূম থেকে রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল ৫ ডিসেম্বর কিন্তু সেই তারিখটি পিছিয়ে ১৪ ডিসেম্বর হয়েছে।জানা গেছে, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৫ তারিখ সময় দিতে পারবেন না।তাই বীরভূম থেকে রথযাত্রার তারিখ পিছিয়ে দেওয়া হল।তবে -র তরফে জানা গেছে, তারিখ পিছিয়ে গেলেও তিনটি রথই ১৬ জানুয়ারি কলকাতায় পৌঁছবে।
বি জে পি -র রাজ্য দপ্তরে রথযাত্রা নিয়ে এক বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন রাজ্য নেতাদের এই কথা জানিয়ে দেন।
তবে বি জে পি-র একটি সূত্রে খবর, শুধু অমিত শাহ সময় দিতে পারবেন না বলে রথযাত্রা পিছিয়ে দেওয়া হয়নি। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল রথযাত্রা কর্মসূচিতে গন্ডগোল করতে পারেন, এই আশঙ্কা করে বি জে পি-র বীরভূম জেলা সভাপতি রাজ্য কমিটিকে একটা রিপোর্ট পাঠিয়েছিল।এরপর সেই রিপোর্ট নিয়ে দিল্লিতে আলোচনা করে বিজেপি -র কেন্দ্রীয় নেতৃত্ব। আইনশৃঙ্খলার প্রশ্ন তুলে রাজ্য পুলিশ পুরো রথযাত্রা কর্মসূচি বন্ধ করে দিতে পারে বলেও দলের নেতৃত্বের তরফে আশঙ্কা করা হয়। এরপরেই দল সিদ্ধান্ত নেয়, রাজ্যে রথযাত্রা কর্মসূচি বীরভূম থেকে শুরু করা হবে না।
বি জে পি-র রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতি ৫ ডিসেম্বর ব্যস্ত থাকবেন। সেজন্যই বীরভূম জেলায় রথযাত্রা কর্মসূচি পিছিয়ে দেওয়া হল।”
আরও পড়ুনঃ নেতাজি পৌরবাজারের ভগ্ন অবস্থা পরিদর্শনে প্রশাসনিক কর্মকর্তারা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584