নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সোমবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের উত্তর পারোকাটা হিমঘরের সামনে বিক্ষোভ দেখান সাধারণ আলু চাষিরা। এদিন হিমঘরে আলু রাখতে আসা সমস্ত গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখান আলু চাষিরা।

তাদের অভিযোগ, আলু ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে হিমঘর কর্তৃপক্ষ সমস্ত বন্ড বিক্রি করে দিয়েছে। অথচ স্থানীয় আলুচাষিরা মাত্র ৫০ বা ১০০ বস্তা আলু রাখার জন্য কোনো বন্ড পাননি। ব্যবসায়ীরা সাধারণ কৃষকদের কাছ থেকে জলের দরে আলু কিনে হিমঘরে রাখার চেষ্টা করছেন। স্থানীয় আলুচাষিদের বন্ড না দিলে হিমঘরে কোন আলু রাখতে দেওয়া হবে না বলেও এদিন দাবি করেন কৃষকরা।
আরও পড়ুনঃ স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ যান চলাচল
উল্লেখ্য বেশ কয়েকদিন থেকেই আলিপুরদুয়ারের কৃষিপ্রধান এলাকাগুলোতে সাধারণ আলু চাষিরা বিক্ষোভে শামিল হয়েছেন। মূলত আলু রাখার বন্ড না পেয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও ঘরের সামনে অবস্থান বিক্ষোভ আবার কোথাও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কিন্তু সমস্যা সমাধানের কোন ইঙ্গিত নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584