গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
বার্ড ফ্লু আতঙ্কের মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জে কয়েক’শো মুরগির মৃত্যু। খবর ছড়িয়ে পড়তেই ডেঙ্গুয়াঝাড় এলাকায় খামার ব্যবসায়ী অর্ধেক দামে মুরগি বিক্রি করছেন রাস্তায় রাস্তায়। যদিও জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিকাশ দফতরের দাবি, জেলার বার্ড ফ্লুর কোন খবর নেই।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে হোমগার্ডে নিযুক্ত হচ্ছেন কেএলও লিঙ্কম্যানরা, কটাক্ষ বিজেপি’র
মৃত মুরগির নমুনা কলকাতাতে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক অনুমান ভাইরাস জনিত রোগ ‘রানীক্ষেত’ হওয়ার সম্ভাবনা। সকল খামার মালিককে সর্তক করল জেলা প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্র। জানা গিয়েছে, শীতের সময় রানীক্ষেত ও বিভিন্ন ভাইরাস জনিত রোগ দেখা যায় মুরগির খামার গুলিতে। তবে এদিন অল্প দামে গোটা মুরগি কিনতে হিড়িক পড়ে যায় স্থানীয়দের মধ্যে। কেউ এক জোড়া মুরগি কিনলেন কেউবা দু’জোড়া। এদিকে প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের দাবি, আতঙ্কের বিষয় নেই। মুরগির মাংস ও ডিম ৭০ ডিগ্রি সেলসিয়াসের বেশিতে ফুটিয়ে রান্না করলে কোন সমস্যা হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584