আরব দেশগুলিতে বেকারত্ব- দারিদ্র্যের হার ক্রমবর্ধমান, দাবি জাতিসংঘের রিপোর্টে

0
48

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আরব দেশগুলিতে ধীরে ধীরে বাড়ছে বেকারত্ব ও দারিদ্রের হার। এই অঞ্চলে ২০২১ সালে গড় বেকারত্বের হার দাঁড়াবে ১২.৫ শতাংশ। জাতিসংঘের পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য ।

female | newsfront.co

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আরব অঞ্চলে সবচেয়ে বেশি বেকারত্ব ফিলিস্তিনে। আশঙ্কা করা হচ্ছে সেখানে আগামী বছর বেকারত্ব বেড়ে দাঁড়াবে ৩১ শতাংশে। এছাড়া লিবিয়ায় বেকারত্ব বাড়বে প্রায় ২২ শতাংশ। এছাড়া জর্ডন ও তিউনিসিয়ায় ২১ শতাংশ এবং উপসাগরীয় সহযোগীতা কাউন্সিলের (জিসিসি) দেশগুলিতে এই হার দাঁড়াবে ৫.৮ শতাংশ।

আরও পড়ুনঃ গর্ভপাতের অধিকারকে অবশেষে বৈধতা দিল আর্জেন্টিনা

অবশ্য দেশগুলির প্রবৃদ্ধির ব্যাপারে ইতিবাচক তথ্য দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। তথ্য অনুসারে বলা হয়েছে, ২০২০ সালে এই অঞ্চলের রফতানি ৫০ শতাংশ কমলেও ২০২১ সালে তা প্রায় ১০.৪ শতাংশ বৃদ্ধি পাবে। প্রতিবেদনের প্রধান লেখক মোহাম্মদ হেদি বছির বলেন, আরব অঞ্চলে এই সংকট অর্থনৈতিক ক্ষেত্র ছাড়িয়ে অনেক বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হেদি বছির আরও বলেন, এই অঞ্চলে দারিদ্রের হার ক্রমবর্ধমান। ২০২১ সালে এটি গড়ে ৩২ শতাংশে পৌঁছাতে পারে। যা মোট ১১৬ মিলিয়ন (১১ কোটি ৬০ লাখ) মানুষের ওপর প্রভাব ফেলবে। আরব অঞ্চলে বাড়ছে যুব সম্প্রদায়ের মধ্যে, যা আগামী বছর গড়ে ২৭ শতাংশে পৌঁছাতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here