সামনেই বিধানসভা নির্বাচন, পাঞ্জাবে ইউনিট পিছু বিদ্যুতের মাশুল কমল তিন টাকা

0
70

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

পাঞ্জাবে একধাক্কায় তিন টাকা কমে গেল ইউনিট পিছু বিদ্যুতের খরচ। কিন্তু কেন? এতদিন সব জিনিসের দাম বৃদ্ধির খবর পাওয়া যেত। মধ্যবিত্তদের অস্বস্তিতে ফেলে ক্রমশ বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। বেড়েছে রান্নার গ্যাসের দাম ও বাণিজ্যিক গ্যাসের দামও। সব ক্ষেত্রেই মিলেছে দাম বৃদ্ধির খবর। কিন্তু এবার দাম কমার খবর এল পাঞ্জাব থেকে।

Charanjit Singh Channi
চরণঞ্জিৎ সিং চন্নি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

ইউনিট পিছু বিদ্যুতের মাশুল তিন টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চন্নি। কারণ সামনেই সেরাজ্যে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, পাঞ্জাবে খুব শীঘ্রই ভোট। আর তার জন্য আমজনতার মন জয় করতে সেরাজ্যের শাসকদলের এই পদক্ষেপ।

পঞ্জাব মুখ্যমন্ত্রী চরণজিত সিং চুন্নি জানান, “পাঞ্জাবের মানুষের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছিল সরকার। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চান না পাঞ্জাববাসী। তাঁরা শুধু চান, বিদ্যুতের মাশুল যেন কিছুটা কমিয়ে দেওয়া হয়। সেই কারণেই ইউনিট পিছু বিদ্যুতের মাশুল তিন টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘকে চ্যালেঞ্জ ছুঁড়ে WFP ডিরেক্টরের সঙ্গে টুইট যুদ্ধে এলন মাস্ক

এখনও দিন নির্ধারণ হয়নি। তবে আগামী বছরের শুরুর দিকেই পাঞ্জাবে রয়েছে বিধানসভা নির্বাচন হবে। আর তার আগেই চরণজিত সিং চুন্নি-র এহেন সিদ্ধান্ত নিয়েছেন। সেরাজ্যের শাসকদলের এই পদক্ষেপ বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here