শ্যামল রায়,মঙ্গলকোটঃ
গত কয়েকদিন আগে মঙ্গলকোট ব্লকের চানক অঞ্চলে একটি ট্রান্সফর্মার পুড়ে যায়। ফলে বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ।এলাকার মানুষের অভিযোগ কবে নতুন ট্রান্সফর্মার বসানো হবে আর কবেই বা বিদ্যুৎ আসবে এ বিষয়ে তাদের কাছে কোন খবর নেই।অথচ চানক গ্রাম পঞ্চায়েতের বেলেচন্ডী থেকে কলোনী পাড়া পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় এলাকায় অন্ধকার।সামনেই মাধ্যমিক পরীক্ষা,বহু ছাত্রছাত্রীকে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে।অনেকে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা সারতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তাপস বিশ্বাস অভিযোগ করেছেন যে বিদ্যুৎ সমস্যার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হয়েছে,কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত হয়নি।আরো জানা গিয়েছে যে মঙ্গলকোট অভাতার অঞ্চলের সীমান্তবর্তী এলাকা এই চাণক গ্রাম পঞ্চায়েত। ভাতারের বিদ্যুৎ দফতরের কর্মীরা এলাকায় এসে পরিদর্শন করে গেছেন কিন্তু নতুন ট্রান্সফর্মার কবে বসবে এ বিষয়ে এখনো অন্ধকারে রয়েছেন এলাকার মানুষ।দ্রুত ট্রান্সফর্মার বসিয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আশা করছি তাড়াতাড়ি ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে।
আরও পড়ুনঃ ঝাঁটা হাতে প্ল্যাটফর্ম পরিস্কার স্টেশন ম্যানেজারের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584