নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরের প্রধান প্রশাসনিক অফিসে জওহর টাওয়ারে ইলেকট্রিক্যাল রুমে বিদ্যুতের কেবল ফেটে আতঙ্ক ছড়াল। এদিন সকাল নাগাদ জওহর টাওয়ার থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখেন পাহারায় থাকা সিআইএসএফ জওয়ানরা।
সঙ্গে সঙ্গে বন্দরের দমকল বিভাগকে জানানো হয়। কয়েকশো মিটার দূরে থার্ড অয়েল জেটিতে থাকা দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, জওহর টাওয়ারের বেসমেন্টে থাকা ইলেকট্রিক্যাল রুমে শর্ট সার্কিট থেকে আগুন লেগেই এই বিপত্তি।
এলাকায় রটে যায় বন্দরের জাহাজে আগুন লেগেছে । বন্দর জুড়ে আতঙ্ক তৈরী হয়।আসল কারণ,হলদিয়া বন্দরের প্রধান প্রশাসনিক অফিসে বর্ষার জল ঢুকে এই শর্ট সার্কিট হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ সাগরদত্ত হাসপাতালের সুপারকে বদলি
এই ঘটনায় নিয়মিত ঠিকঠাক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। আগুন বাড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। ইলিক্ট্রিক্যাল রুমের উপরেই বন্দরের ক্যাশ সেকসন ও ভল্ট রয়েছে।
এর ফলে জওহর টাওয়ার আপাতত বিদ্যুতহীন অবস্থায় রয়েছে। এখানেই বন্দরের সমস্ত প্রশাসনিক কর্তারা বসেন। তাই স্বভাবতই বিষয়টি কে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584