নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ভাইরাস করোনার কারণে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোতে চলছে লকডাউন, এই লকডাউনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ ঘরবন্দী হয়ে আছেন। এই পরিস্থিতিতে গোটা বিশ্ব জুড়ে ভগবানের রূপ নিয়ে এসেছে স্বাস্থকর্মী ও ডাক্তার,পুলিশ প্রশাসন। তাদের অক্লান্ত পরিশ্রমকে কুর্ণিশ জানাতে এগিয়ে এলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটার “সি এস সি” ক্লাব।
বুধবার “সি এস সি” ক্লাবের পক্ষ থেকে সকল স্বাস্থ্যকর্মী, ডাক্তার ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এদিন ওই ক্লাবের পক্ষ থেকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সুপারের হাতে ২০ সেট ‘পিপিই’ তুলে দেওয়া হলো।
আরও পড়ুনঃ জাতি ধর্ম নির্বিশেষে দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান জান্নাতি মসজিদের
এছাড়া রোগীদের ব্যাবহৃত বিভিন্ন জামাকাপড় ও বেডের জন্য ব্যাবহার করা চাদর ও অন্যান্য বিভিন্ন সামগ্রী ধোয়ার জন্য ১ টি ওয়াসিং মেশিন তুলে দেওয়া হলো সুপারের হাতে। ক্লাবের পক্ষে দেবব্রত ঘোষ জানান, “কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের কথা চিন্তা করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ক্লাবের তফরে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584