মনিরুল হক, কোচবিহারঃ
মেখলিগঞ্জের হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৬ নং স্পার সংলগ্ন তিস্তা নদীর পাড়ে ১০০ দিনের কাজ শুরু হয়েছে।আজ হঠাৎ করে সেই কাজ সরেজমিনে দেখতে উপস্থিত হন নব নির্বাচিত পঞ্চায়েত প্রধান চুমকি রায় সেন। তার সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সদস্য উত্তম বর্মন। একশো দিনের কাজ কীরকম হচ্ছে, সবাই ঠিকঠাক আসছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন।
জানা গিয়েছে,এর আগে প্রাক্তন প্রধানের কাজের বিষয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিল স্থানীয় বাসিন্দারা৷ প্রাক্তন প্রধানের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তাতে মাথা না ঘামিয়ে এবার যাতে স্বচ্ছতার সঙ্গে কাজ হয় তার জন্য নব নির্বাচিত প্রধান উদ্যোগী হয়েছেন। তাই একশো দিনের কাজ কীরকম চলছে তা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে কাজের জায়গায় হাজির হন তিনি। সবাইকে ভালো মত কাজ করার অনুরোধও জানান তিনি। এদিন হঠাৎ করে কাজের জায়গায় প্রধানকে দেখে শ্রমিকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
এদিন পরিদর্শনে এসে প্রধান চুমকি রায় সেন একশো দিনের কাজে যুক্ত কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কাজের মান ঠিক রাখবেন। আর প্রতিদিন সবাই আসবেন। এটাই অনুরোধ।”
আরও পড়ুনঃ প্রসাশনিক তৎপরতায় বিয়ে বন্ধ নাবালিকার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584