সহযাত্রী-বিমান কর্তৃপক্ষের সাথে বচসা সাধ্বী প্রজ্ঞার, উড়ানে বিলম্ব ৪৫ মিনিট

0
78

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

শনিবার ভুপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার দরুণ ‘স্পাইস জেট’ বিমানের উড়ান প্রায় এক ঘণ্টা দেরি হওয়ায় এই নিয়ে রাজনৈতিক মহল থেকে নেটিজেনদের মধ্যে খুব শোরগোল পড়েছে।

Pragya Singh Thakur | newsfront.co
সাধবি প্রজ্ঞা। সংবাদ চিত্র

ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সাধ্বী-র সাথে অন্য এক যাত্রীর বাকবিতন্ডা চলছে।

একটি জাতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সাধবী শারীরিক অসক্ষমতার জন্য হুইলচেয়ার এ ছিলেন। একটি বেসরকারি টিকিট বুকিং সংস্থার থেকে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট বুক করে তিনি ১-এ আসনটি সংরক্ষিত করেছিলেন। কিন্তু দিল্লি-ভুপালগামী এই বম্বারডায়ার কিউ-৪০০ বিমানে ‘প্রতিবন্ধী আসন’টি প্রথম সারিতে আপৎকালীন জানলার পাশে ছিল।

Pragya Singh Thakur complaint against spicejet | newsfront.co
সাধবির টিকিট। সংবাদ চিত্র

বিমান কর্তৃপক্ষের তরফে জানা যায়, আপৎকালীন জানলার পাশে সাধারণত কোনও প্রতিবন্ধীর আসন থাকে না। কিন্তু এই বম্বারডায়ার কিউ-৪০০ বিমানে সাধ্বী প্রজ্ঞার আসন এই স্থানেই ছিল। পাশাপাশি আপৎকালীন জানলার পাশে কোনও প্রতিবন্ধী যাত্রীকে নিয়ম অনুযায়ী বসতে দেওয়া যায় না।

complaint against spicejet | newsfront.co
বিমানসংস্থার বিরুদ্ধে অভিযোগপত্র। সংবাদ চিত্র

আরও পড়ুনঃ কেরলের সাথে তুলনা টেনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের

এই কারণেই তাঁকে ১-এ আসন থেকে ২-এ/বি আসনে স্থানান্তরণের জন্য বিমান কর্তৃপক্ষ বারবার অনুরোধ করে। কিন্তু তাও তিনি প্রথমে নিজের সিট বদলাতে রাজি হন না।

সাধবীর সহযাত্রী উপমা সিং-ও বিমান কর্তৃপক্ষের সাথে বচসায় লিপ্ত হন। অন্য যাত্রীরা তাঁদের বারবার অনুরোধ করার পরও তাঁরা আসন বদলাতে চান না। এই কারণে বিমানের উড়ান ৪৫ মিনিট দেরিতে হয়।

সূত্রের খবর, বিমানসংস্থার বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞা ও তার সহকারি উপমা সিং এফআইআর দায়ের করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here