নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর, আদালতে হাজিরা দেন না তিনি ভয়ানক অসুস্থ বলে, এদিকে এক বিয়ের ভিডিওতে নাচতে দেখা গেল তাঁকে।
ভোপালে তাঁর নিজের বাসভবনেই খুবই দরিদ্র পরিবারের দুই কন্যার বিবাহ অনুষ্ঠিত হল, সেই বিয়ের অনুষ্ঠানেই নাচতে দেখা গিয়েছে তাঁকে। শুধু নিজেই নাচছেন তা নয়, আমন্ত্রিতদের ও অনুরোধ করছেন নাচতে এমনই দেখা গিয়েছে ভিডিওতে।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালত যতবার তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে, প্রজ্ঞা ততবার হাজিরা এড়িয়েছেন অসুস্থতার দোহাই দিয়ে। এহেন অসুস্থ সাংসদ যখন বিয়ের অনুষ্ঠানে নাচ করছেন স্বাভাবিক ভাবেই বিরোধীরা নিশানা করেছে তাঁকে।
আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুতে কাঁথি থানায় এফআইআর দায়ের স্ত্রীর
অবশ্য যে মেয়েদুটির বিয়ে দিতে তিনি আর্থিক সাহায্য করেছেন, সেই বিয়ের কনেরা খুবই খুশি সাংসদের অংশগ্রহণে। তাঁরা জানিয়েছেনও সেকথা। তাঁদের মধ্যে একজনের বাবা পেশায় দিনমজুর। তিনি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের আচরণে আপ্লুত। সাংবাদিকদের জানালেন, “আমার মনে হচ্ছে আমি দ্বিতীয় জীবন পেলাম। মেয়ের বিয়ে দেওয়ার মত আর্থিক সংগতি ছিল না, উনি যেভাবে সাহায্য করেছেন তা অভাবনীয়। আমি কৃতজ্ঞ ওনার কাছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584