হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের শপথ গ্রহণে মুখোমুখি হতে পারেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

0
104

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি পদে আজ, সোমবার শপথ নিচ্ছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়। অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Prakash Srivastava
কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, ছবিঃ হিন্দুস্থান টাইমস

জানুয়ারি, ২০২১ থেকে কলকাতা হাইকোর্টে কোনও স্থায়ী প্রধান বিচারপতি নেই। হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। শুধু কলকাতা হাইকোর্টেই নয়, দেশের একাধিক হাই কোর্টে প্রধান বিচারপতি পদে নিয়োগ ও বদলি প্রক্রিয়া আটকে ছিল। এবার সেই প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-এর আগে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি ছিলেন। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব নিচ্ছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।

আরও পড়ুনঃ তৃণমূল সাংসদ হিসেবেই শিশির-দিব্যেন্দুর স্থান হল সংসদীয় স্থায়ী কমিটিতে

বাংলার উচ্চ আদালতের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন অন্যান্য হাইকোর্টের বাঙালি প্রধান বিচারপতিরা। আমন্ত্রণ জানানো হয়েছে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও চেন্নাই হাই কোর্টের বাঙালি প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here