‘এখানে আকাশ নীল’-এ ডাক্তারের চরিত্রে প্রমিতা

0
764

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘এখানে আকাশ নীল’-এ আসছে নতুন চরিত্র- ডাঃ ঝিনুক সেন। ধারাবাহিকে ঝিনুক একজন কার্ডিওলজিস্ট। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রমিতা চক্রবর্তীকে। ডাক্তারের পোশাকে দিব্যি মানিয়েছে প্রমিতাকে।

San Banerjee | newsfront.co
শন বন্দ্যোপাধ্যায়

এখন প্রশ্ন হল, হিয়া উজানকে চিঠি লিখে চলে গেছে। খুঁজতে বারণও করেছে। হিয়া চলে যাওয়ার পরই আগমন ঝিনুকের। তা হলে কি ধারাবাহিকের গল্পে আসতে চলেছে বড়সড় বদল? নাকি ফিরে আসবে হিয়াও? যদিও ইতিমধ্যেই কানাঘুষো শোনা গিয়েছে ধারাবাহিক থেকে বিদায় নিলেও নিতে পারেন হিয়া থুড়ি অনামিকা চক্রবর্তী।

Pramita Chakborty | newsfront.co
প্রমিতা চক্রবর্তী

তা হলে কি হিয়া চরিত্রটাই আর থাকছে না? নাকি পরে অন্য কেউ আসবে এই চরিত্রে? নাকি ঝিনুকই হয়ে উঠবে উজানের বেঁচে থাকার রসদ? নাকি হিয়াই ঝিনুক? দর্শকমনে এহেন হাজার প্রশ্ন আসবে ঘুরে ফিরে। উত্তর দেবে সময়। আপাতত ডাঃ ঝিনুক সেনকে নিয়ে খুশি থাকতে আপত্তি কোথায়?

আরও পড়ুনঃ দ্বারকানাথের চরিত্রে হানি বাফনা

প্রমিতা তো সকলেরই খুব কাছের মানুষ। এর আগে তাঁকে দর্শক কণক হিসেবে দারুণ ভালোবেসেছেন। আর পারুলকে নিয়ে তো কোনও কথাই হবে না। অগ্নিপরীক্ষা, রাশি, বধূবরণ, সাত ভাই চম্পার পর এবার এখানে আকাশ নীল-এ ডাক্তারের চরিত্র পেয়ে বেজায় খুশি তিনি। প্রতিদিন বিকেল সাড়ে ৫ টায় দেখতে ভুলবেন না ‘এখানে আকাশ নীল’, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here