‘রানী রাসমণি’তে অন্নদার চরিত্রে প্রমিতা

0
644

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ধারাবাহিকে চরিত্রের আসা যাওয়া চলতেই থাকে। তবে, ‘করুণাময়ী রানী রাসমণি’তে আসা চরিত্রগুলি সাজানো কোনও চরিত্র নয়। সবই ইতিহাসের লিখন মেনে আসে যায়। সম্প্রতি এক চরিত্রের আগমন ঘটেছে। চরিত্রের নাম অন্নদা। চরিত্রাভিনেত্রী প্রমিতা চক্রবর্তী।

rani rasmoni | newsfront.co

‘অগ্নিপরীক্ষা’, ‘রাশি’, ‘বধূবরণ’, ‘সাত ভাই চম্পা’, ‘এখানে আকাশ নীল’-এর পর ‘করুণাময়ী রানী রাসমণি’তে অন্নদা নামে কামব্যাক প্রমিতা চক্রবর্তীর। নবদ্বীপে অন্নদার বাস। নবদ্বীপে একটা প্রথা ছিল তৎকালীন সময়ে, কমবয়সি মেয়েদের সঙ্গে কৃষ্ণের কণ্ঠীবদল করিয়ে তাকে দেবদাসী করে রাখা হত৷ বাদ পড়ছিল না অন্নদাও৷ কিন্তু তাতে আপত্তি ছিল অন্নদার মা এবং অন্নদার।

promita | newsfront.co

টেলিদর্শক জানে রানিমা এখন দোল উৎসবে নবদ্বীপে। সেখানেই অন্নদার সঙ্গে দেখা হয় তার৷ অন্নদাকে এই কণ্ঠীবদলের হাত থেকে বাঁচায় স্বয়ং রানি মা। কথা দেয় অন্নদার বিয়ে দেবে। কিন্তু কার সঙ্গে রানি মা বিয়ে দেবে অন্নদার? ইতিহাস বলে, রানী রাসমণি পদ্মমণির ছেলে অর্থাৎ নিজের নাতি গণেশের সঙ্গে বিয়ে দিয়েছিলেন অন্নদার৷ এই অন্নদার জীবনে রয়েছে অনেক ভাঁজ, অনেক টানাপোড়েন।

আরও পড়ুনঃ আনন্দকে ভয় পাচ্ছেন শ্রীপর্ণা

সেই সব ইতিহাসই এবার উঠে আসবে ধারাবাহিকে। সুতরাং গল্প অন্যদিকে মোড় ঘোরাচ্ছে তা বলাই বাহুল্য।প্রসঙ্গত, এই ধারাবাহিক বাংলা মেগা সিরিয়ালের ইতিহাসে মাইল ফলক গড়েছে। সর্বাধিক জনপ্রিয় এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্র পেয়ে আপ্লুত প্রমিতা চক্রবর্তী। তিনি নিউজ ফ্রন্টকে জানান- “সকলেই জানি রানী রাসমণি ধারাবাহিকের জনপ্রিয়তা কতখানি৷ এই ধারাবাহিকে এমন একটা চরিত্র পেয়ে আমি খুশি। শুট চলছে৷

আমার চরিত্রটা হঠাত করে এসে চলে যাওয়ার মতো নয়। অন্নদার জীবনের গল্প উঠে আসবে ধীরে ধীরে। অন্নদার জীবনে টানাপোড়েনের অভাব ছিল না। সেই সবই এবার দেখানো হবে এই ধারাবাহিকে। চরিত্রটায় আমি খুব খুশি।”‘রানী রাসমণি’ দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায়, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here