প্যারালিম্পিক্সে আবারও পদক এল ভারতের ঘরে, ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ

0
49

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্ক :

প্যারালিম্পিক্সে একের পর ইতিহাস গড়ছেন ভারতীয় অ্যাথলিটরা। তিরন্দাজি থেকে শ্যুটিং, সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নয়া ইতিহাস। আর সেই সঙ্গে বেড়েই চলেছে পদকের সংখ্যা। সোনা, রুপো, ব্রোঞ্জে ভরে যাচ্ছে ভারতের ঝুলি। শনিবার সকালে প্যারালিম্পিক্সের ময়দানে শ্যুটিংয়ে এসেছিল সোনা এবং রুপো। ফাইনালে স্বর্ণপদক জিতেছেন মণীশ নরওয়াল। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতে নিয়েছেন সিংহরাজ অধানা।

pramod bhagat
প্রমোদ ভগত

কয়েকদিন আগেই প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন অবনী লেখারা। এবার ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এসএল৩ ক্লাসের ফাইনালে সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট প্রমোদ ভগত।

শনিবার দিনের শুরুতেই ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এসএল৩ ক্লাসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করেছিলেন প্রমোদ। এদিন মাত্র ৩৬ মিনিটেই লড়াই জিতে নেন তিনি। তাঁর পক্ষে ম্যাচের ফল ছিল ২১-১১, ২১-১৬। জাপানের ডাইসুকেকে স্ট্রেট গেমে পরাজিত করে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় অ্যাথলিট প্রমোদ। এবার ফাইনালে প্রতিপক্ষ ডাইসুকেকে পরাজিত করে স্বর্ণপদক জিতলেন প্রমোদ ভগত।

বিস্তারিত আসছে…..

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here