ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন ভারতের ১৩ তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
চলতি বছরের ২৫ শে জানুয়ারি রাষ্ট্রপতি ভবন থেকে তাঁকে ভারতরত্ন সম্মাননা দেওয়ার বিষয়টি কাগজে কলমে পাকাপোক্ত হয়। আর তাই পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আজ ভারতরত্ন উপাধিতে ভূষিত করতে চলেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
দীর্ঘ পাঁচদশক ধরে রাজনৈতিক ধ্যানধারণার সাথে যুক্ত আছেন ৮৩ বছরের এই সাবেক রাষ্ট্রপতি। কংগ্রেসের জামানা থেকে সরকারের একধিক গুরত্বপূর্ণ পদে দায়িত্ব ভার সামলেছেন তিনি। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়কালে ভারতের অর্থমন্ত্রী পদে থাকা কালীন সময়ে ডঃ মনমোহন সিংকে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নরপদে নিয়োগ পত্রে তিনি স্বাক্ষর করেছিলেন।
আজ প্রণব মুখার্জির ভারতরত্ন পাওয়ার শুভক্ষণে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584