দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে হারালাম, সোমেন মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ প্রণব মুখোপাধ্যায়ের

0
71

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আজ, বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। কংগ্রেস নেতার মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল।

Pranab Mukherjee | newsfront.co
প্রণব মুখার্জি। ফাইল চিত্র

প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ টুইটারে লিখলেন, ‘দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে হারালাম৷’ একই সঙ্গে সোমেন মিত্রের আমহার্স্ট স্ট্রিটের বাড়ির কালীপুজোর ছবিও পোস্ট করলেন তিনি৷

প্রণববাবু টুইটারে লিখলেন, ‘একজন বিধায়ক, সাংসদ ও দু’বারের প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রাজ্য রাজনীতিতে একটি বিরাট ছাপ রেখে গেলেন৷ লৌহ মানব, সর্বদা বৃহত্তর ছবিটা দেখতে পেতেন৷ আমি আমার দীর্ঘ দিনের বন্ধু ও সহকর্মীকে হারালাম৷’

আরও পড়ুনঃ প্রয়াত সোমেন মিত্র

শিয়ালদহ আসন থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোমেন মিত্র। ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদহ বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন সোমেন মিত্র৷ তারপর পরে ২০০৯ সালে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন৷ ২০০৭-২০০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রথমে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০০৯ সালে সোমেন মিত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদও হন। পরে আবার কংগ্রেসে ফিরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি হন তিনি।

আরও পড়ুনঃ সাগরদত্ত হাসপাতালের সুপারকে বদলি

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে এ ভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে উনি মনে থাকবেন’৷ বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধি টুইটারে লেখেন, ‘সোমেন মিত্র মনে থাকবেন ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে৷ সোমেন মিত্রের পরিবার ও পরিজনের পাশে আছি এই কঠিন সময়ে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here