মোহনা বিশ্বাস, কলকাতাঃ
দীর্ঘ জল্পনার অবসান ঘটতে চলেছে আজ। সম্ভবত সোমবারই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার বিকেলে তৃণমূল ভবনে যে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই অভিজিৎ মুখোপাধ্যায়ের হাতে দলীয় পতাকা তুলে দেবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও, ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি তৃণমূলের সঙ্গে অভিজিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। গত ২১ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অভিজিৎ। পরে তিনি এই বিষয়ে কিছু না জানালেও তাঁর ঘনিষ্ঠমহল বৈঠকের কথা স্বীকার করে নিয়েছিল। সূত্রের খবর, নিজের পৈতৃক বাড়ি কীর্ণাহারে কোনও একটি অনুষ্ঠানের জন্য অভিষেককে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। আর সেখানেই তিনি নিজের দলবদলের ইচ্ছা প্রকাশ করে এসেছিলেন।
আরও পড়ুনঃ মনোরঞ্জন ব্যাপারী একা নন, রাজ্য সরকারের অনেক বিধায়কই কাজ করতে পারেন নাঃ লকেট
সূত্রের খবর, সোমবার বিকেলেই তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলবদল করবেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁকে দলে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সব জল্পনাকে চূর্ণ করে এদিনই ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছে প্রণবপুত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584