“প্রার্থনা”
আকাশ জুড়ে, যায় যে উড়ে,
সাদা মেঘের ভেলা।
মেঘলা আষাঢ়, আলো ও আঁধার,
খেলে লুকোচুরি খেলা।
রাত্রির শেষে, বৃষ্টিরা এসে,
ভিজিয়ে গিয়েছে মাটি,
এই তো সময়, চাষী খুশি হয়,
ফলবে ফসল খাঁটি।
এক বুক আশা, চাষে নামে চাষা,. জোড়া বলদের সাথে।. তার চোখে জল, ফললে ফসল, অন্ন জুটবে পাতে।
ঝরে যায় ঘাম, চাষী অবিরাম,
লাঙল টেনেছে ক্ষেতে।
অন্নপূর্ণা, দেখবে তো মা,
ওরা যেন পায় খেতে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584