নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর থেকে এসএফআই কেন্দ্রীয় কমিটিতে এলেন প্রসেনজিৎ মুদী।সিমলায় অনুষ্ঠিত ভারতের ছাত্র ফেডারেশন(এস এফ আই) এর সদ্য সমাপ্ত ষোড়শ সর্বভারতীয় সম্মেলনে গঠিত ৯৩ জনের কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গের বারো জন প্রতিনিধি স্থান পায়।এই বারোজনের মধ্যে অখন্ড মেদিনীপুর জেলার থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এফ আই এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ মুদি।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাশ করা প্রসেনজিতের জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ব্লকের পেরুয়াবাদ গ্রামের প্রান্তিক কৃষক পরিবারে।বাবা বিশ্বজিৎ মুদী ও মা পুতুল মুদীর সন্তানদের মধ্যে বড় প্রসেনজিৎ। আমলাশুলি হাইস্কুলে পড়ার সময়ই ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনের মধ্য দিয়ে এসএফআই এর সাথে জড়িয়ে পড়েন প্রসেনজিৎ।২০১২ সালে এসএফআই এর আলিপুরদুয়ার রাজ্য সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।২০১৫ চাঁইপাট সম্মেলন থেকে পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক।২০১৫ মথুরাপুর রাজ্য সম্মেলন থেকে রাজ্য কমিটির সহ সম্পাদক।আর এবার এস এফ আই এর কেন্দ্রীয় কমিটিতে এলেন প্রসেনজিৎ মুদি। কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে, এসএফআইয়ের এই সর্বক্ষণের কর্মী(হোল টাইমার)জানান, ‘দায়িত্ব অনেক বেড়ে গেল।এই মুহূর্তে ভারতের সামনে সবথেকে বড় বিপদ সাম্প্রদায়িকতা এবং কর্মসংস্থানহীনতা। সাম্প্রদায়িকতার গ্রাস করতে চাইছে পাঠ্যক্রম ও শিক্ষাঙ্গনগুলিকে। এর বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে এস এফ আই এর নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে’।উল্লেখ্য এবার এস এফ আই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে এবারে নির্বাচিত হয়েছেন ময়ূখ বিশ্বাস। এছাড়াও বাংলা থেকে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন সৃজন ভট্টাচার্য, ঋতুপর্ণা মিত্র,প্রতিকূর রহমান,রানা রায়, সন্দীপন দাস,সমন্বয় রাহা, নবনীতা চক্রবর্তী, তনুশ্রী মন্ডল,দীপক বর্মণ,অরুণাঞ্জন সাহা প্রমুখ।
আরও পড়ুনঃ আসামে বাঙালি হত্যার প্রতিবাদ সভায় ‘দেখে নেওয়ার’ চ্যালেঞ্জ অভিষেকের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584