দিল্লি দাঙ্গার চার্জশিটে এবার প্রশান্ত ভূষণ, সলমন খুরশিদ

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ ও কংগ্রেস নেতা সলমন খুরশিদকে ফেব্রুয়ারি মাসের দিল্লি হিংসায় জড়িত সন্দেহে অভিযুক্তের তালিকায় রাখলো দিল্লি পুলিশ। চার্জশিটে এঁদের নাম যোগ করা হলো। স্পেশাল ক্রাইম ব্র্যাঞ্চ দিল্লি পুলিশ এফআইআর নম্বর ৫৯/২০২০ , দিল্লি দাঙ্গায় অভিযুক্ত করা হচ্ছে রাজনৈতিক কর্মী, সমাজ কর্মী, ছাত্র ছাত্রী এদের।

Prashant Bhusan | newsfront.co
প্রশান্ত ভূষণ

আইনজীবীরা জানাচ্ছেন, এইভাবে যাদের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে পরবর্তী কালে তাঁদের যেকোন রকম অপরাধ মূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ফাঁসানো অনেক সহজ হবে।

Salman Khurshid | newsfront.co
সলমন খুরশিদ

দিল্লি পুলিশ যাঁদের বয়ান রেকর্ড করেছে বলে জানাচ্ছে জাহান এবং সৈফি, তাঁদের বয়ানে নাকি বলা হয়েছে প্রশান্ত ভূষণ এবং সলমন খুরশিদ ঘটনাস্থলে উপস্থিত থেকে উস্কানি মূলক বক্তব্য পেশ করেছেন।

জাহান এবং সৈফি দুজনের আইনজীবীরা জানিয়েছেন এঁরা দুজনের কেউ এমন কোনো বয়ান দেননি সবটাই দিল্লি পুলিশের মনগড়া।

আরও পড়ুনঃ টাইম প্রকাশিত প্রভাবশালী তালিকায় মোদীর সাথে শাহীনবাগ আন্দোলনের মুখ বিলকিস বেগম

বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরণের ব্যক্তিত্ব সম্পর্কে অভিযোগ এনে দিল্লি পুলিশ নিজেরা প্রমান করে দিচ্ছে যে তারা বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হিসেবে কাজ করছে। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরই কোনো না কোনো মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুনঃ অধিকারের দ্বন্দ্বে শাহীনবাগ মামলার রায়দান সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

দিল্লি পুলিশের মুখপাত্র অনিল মিত্তল জানিয়েছেন, প্রশান্ত ভূষণ, সলমন খুরশিদ, যোগেন্দ্র যাদব বা কবিতা কৃষ্ণন এই সব নামগুলিই পরবর্তী কালে ডিসক্লোসার স্টেটমেন্টে উঠে আসছে। এর মধ্যে পুলিশের কোনো দুরভিসন্ধি নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here