নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সুপ্রিম কোর্টকে প্রশান্ত ভূষণ জানিয়ে দিলেন তাঁর মন্তব্য যথেষ্ট সুচিন্তিত কাজেই মার্জনা চাইতে তিনি আগ্রহী নন। প্রশান্ত ভূষণের বিরুদ্ধে ওঠা আদালত অবমাননার মামলায় বিচারপতি শ্রী অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ শ্রী ভূষণকে দু’তিনদিন সময় দেয়, তাঁর মন্তব্য সম্পর্কে আরেকবার ভেবে দেখার জন্য। শ্রী ভূষণ উত্তরে বলেন তাঁর মন্তব্য সুস্থ মস্তিষ্কের সুচিন্তিত মন্তব্য। আদালত ভাবার সময় দিচ্ছেন তাকে তিনি স্বাগত জানাচ্ছেন তবে তাতে নিজের মত পরিবর্তনের অবকাশ নেই।

বর্ষীয়ান আইনজীবী বলেন, মত প্রকাশের স্বাধীনতার অধিকার গণতন্ত্রে সকলের থাকা উচিত তা তিনি বিশ্বাস করেন। মাননীয় বিচারপতি ভাবার সময় দিলে তাকে তিনি স্বাগত জানান কিন্তু তাঁর টুইটের মৌলিক পরিবর্তন কিছু হবে বলে তিনি মনে করেন না।
আরও পড়ুনঃ জনসমক্ষে বিচার ব্যবস্থার প্রতি দুর্নীতির অভিযোগের শুনানি তিন বিচারপতির বেঞ্চে
শ্রী ভূষণের আইনজীবী শ্রী রাজীব ধাওয়ান আদালতে বলেন , অবমাননার অভিযোগে প্রশান্ত ভূষণকে অভিযুক্ত করার আগে বিবেচনা করা প্রয়োজন তিনি আদালতকে সোজাসুজি আক্রমণ করে তাঁর মত প্রকাশ করেছেন নাকি সমালোচনা করেছেন যাতে বিচার ব্যবস্থার উন্নতি হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584