নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশের বিচার ব্যবস্থার প্রতি দুর্নীতির অভিযোগ জনসমক্ষে করা যায় কিনা, শুনানি হবে সর্বোচ্চ আদালতের তিন বিচারপতির বেঞ্চে। প্রশান্ত ভূষণের মামলার শুনানি আগামী সোমবার সুপ্রীম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে। আদালত নিরীক্ষণ করবে দেশের বিচার ব্যবস্থার প্রতি দুর্নীতির অভিযোগ জনসমক্ষে করা যায় কিনা।
প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের একটি কারণ, ২০০৯ সালে তেহলকা ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এহেন মন্তব্য তিনি কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং কেন করেছেন সে বিষয়ে প্রশান্ত ভূষণের পক্ষের বক্তব্য আদালত শুনবে।
আরেকটি অভিযোগ প্রধান বিচারপতি মোটর বাইকে সওয়ার এবং হেলমেট ছাড়া এই ছবি দিয়ে শ্রী প্রশান্ত ভূষণ একটি টুইট করেন এবং বিগত ছয় বছরে ভারতীয় বিচার ব্যবস্থায় সর্বোচ্চ আদালতের ভূমিকা, এই দুটি কারণে সুপ্রীম কোর্ট শ্রী ভূষণের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আনে এবং তাঁকে দোষী সাব্যস্ত করে।
আরও পড়ুনঃ বিদ্বেষের সাথে আপোষ কেন ফেসবুককে শমন পাঠাবে সংসদীয় কমিটি
প্রশান্ত ভূষণের আইনজীবী শ্রী রাজীব ধাওয়ান, হলফনামায় জানিয়েছেন শ্রী ভূষণ দুর্নীতি শব্দটি ব্যবহার করেছেন যার ব্যাপ্তি শুধু মাত্র অর্থনৈতিক দুর্নীতি বোঝাতে নয়, দুর্নীতির মধ্যে অর্থ ছাড়াও আরও অনেক কিছু জড়িয়ে থাকে সেই ব্যাপক অর্থেই দুর্নীতি শব্দের ব্যবহার।
আরও পড়ুনঃ বন্ধু ব্যবসায়ীদের জন্য লালকার্পেট বিছিয়ে পরিবেশ নষ্ট করতে চাইছেন মোদীঃ সোনিয়া
শ্রী ধাওয়ানের বক্তব্য অনুযায়ী দুর্নীতি শব্দের মধ্যে আরও অনেক অনৈতিক বিষয় জড়িয়ে থাকে, ক্ষমতার অপব্যবহার, কাছের লোককে সুবিধে পাইয়ে দেওয়া, বৈষম্যমূলক আচরণ। এই প্রতিটি শব্দই দুর্নীতির একেকটি রূপ। আগামী সোমবারের শুনানি সামগ্রিক ভাবে এই সবগুলি বিষয় এবং তা জনসমক্ষে আলোচনা করা যায় কিনা এর ওপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584