নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বরে পথ সভা করল বিজেপি। এদিনের পথ সভায় সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কর্মী সমর্থক যোগ দেন।এদিনের সভার প্রধান বক্তা ছিলেন, বিজেপির রাজ্য সহ সভানেত্রী মাফুজা খাতুন।

তিনি বক্তব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি প্রশান্ত কিশোরকে মমতার ‘টিউটর’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “জনগনের টাকাই প্রশান্ত কিশোরের পেছনে খরচ করছেন মমতা দি, অথচ প্রশান্ত কিশোর নিজের রাজ্যে কিছুই করতে পারেননি।

মমতা নিজেকে বাংলার গর্ব বলে দাবি করেন অথচ সেই বাংলায় মা বোনেরা ধর্ষিত হচ্ছেন। রাজ্যে প্রচুর যুবক বেকারত্বের জ্বালায় ভুগছেন। সেদিকে খেয়াল নেই।
আরও পড়ুনঃ অমিত শাহকে বঙ্গ রাজনীতি নিয়ে পড়াশোনার নিদান মুখ্যমন্ত্রীর
এখন আবার দুয়ারে দুয়ারে নতুন কর্মসূচি নিয়েছেন অথচ নিজের সাংসদ,বিধায়ক, তাবড় তাবড় নেতারা বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরছেন। ”
এদিনে সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজেপির ১৩ নং মন্ডল সভাপতি অঘোর নাথ রায়,বিজেপির ১৩ নং মন্ডলের সম্পাদক সুব্রত সাহা প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584