লক্ষ্য ২২-এর বিধানসভা নাকি ২৪-এর লোকসভা! এবার রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে পিকে

0
85

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আগামী বছর বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে। এই আবহে ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার বৈঠক করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। রাহুল গান্ধীর বাড়িতে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেসি বেণুগোপালও। স্বাভাবিক ভাবেই এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে এখন জল্পনা তুঙ্গে।

PK Meet with Rahul Priyanka
কোলাজ চিত্র

ইতিমধ্যেই প্রশান্ত কিশোরকে পাঞ্জাবে ভোট কৌশলী হিসাবে নিয়োগ করেছে কংগ্রেস। কিন্তু মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে সমস্যা দেখা দিয়েছে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতা নভজ্যোৎ সিংহ সিধুর মধ্যে। কাজেই সামগ্রিকভাবে রাহুল-প্রশান্ত বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ মন্ত্রীসভার পরেই ঢালাও বদল ক্যাবিনেট কমিটিতে, নতুন মুখ মোদি সরকারের সর্বত্র

আবার উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস একাই লড়বে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিকে পিছনে ফেলে বিজেপি-র প্রধান বিরোধী দল হওয়াই কংগ্রেসের লক্ষ্য। সেই কারণেই কি প্রিয়ঙ্কার সঙ্গেও বৈঠক করলেন প্রশান্ত কিশোর!

আরও পড়ুনঃ মুকুল পিএসি-র চেয়ারম্যান, প্রতিবাদে অন্য ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা বিজেপির

২০২১-এ পিকে বড় সাফল্য পেয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের ভোট কৌশলী হিসাবে। দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালের দ্বিতীয় বার ক্ষমতায় আসার পিছনেও ভূমিকা ছিল পিকে-র। কিছু দিন আগে অমরিন্দর সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। অন্যদিকে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠকে বসতে দেখা গিয়েছে সেই পিকে-কেই। তবে কি ২০২৪-এর মহারণের বিজেপি বিরোধী মহাজোটের ঘুঁটি এখন থেকেই সাজাতে শুরু করেছেন পিকে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here