তৃণমূল বিধায়ক-সাংসদদের সোশ্যাল মিডিয়া ম্যানেজিং নিয়ে অসন্তুষ্ট প্রশান্ত

0
170

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সাধারণ সময়ের মতো লকডাউনেও সাধারণ মানুষের কাছে পৌঁছনোর সবচেয়ে দ্রুত মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। কিন্তু তৃণমূল বিধায়ক থেকে সাংসদরা যেভাবে তাদের সোশ্যাল মিডিয়া চালান, তাতে ২০২১-এ পরিস্থিতি ব্যুমেরাং হতে পারে। এমনটাই দাবি তৃণমূলের কৌশলবিদ প্রশান্ত কিশোর ও তাঁর টিম ভারতীয় পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাকের।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার প্রচারের ব্যাপারে কড়া অবস্থান নিয়ে বিধিনিষেধ আরোপ করতে তৃণমূলকে পরামর্শ দিতে চলেছে আই-প্যাক।

Prashant Kishor | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, রাজ্যে সমস্ত উন্নয়নমূলক কাজ করার পরেও কোথায় মানুষের মনে জায়গা করে নিতে ঘাটতি হচ্ছে বা আর কি কি করা যেতে পারে, সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য শাসক দল তৃণমূলের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত আছেন পলিটিক্যাল গুরু প্রশান্ত কিশোর।

নিজে কোনও রাজনৈতিক দলে না থেকেও তুখোড় রাজনৈতিক পরামর্শে সাফল্য পাইয়ে দিয়েছেন ব্যর্থতার কিনারে মুখ থুবড়ে পড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে। এহেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের পর্যবেক্ষণ, অনেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাকাউন্ট খুলেছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রের গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে যুক্ত করার আবেদন জানিয়ে চিঠি অধীরের

বিধায়ক থেকে সাংসদ অনেকেরই প্ল্যাটফর্মে বা তাদের অ্যাকাউন্টে যে পোস্টগুলি দেওয়া হয়েছে, সে সম্পর্কে তাঁদের কোনও ধ্যানধারণা নেই। তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর পোস্ট নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতেই পারে এবং তা কার্যত লুফে নেবে বিরোধী দল। তাই এ বিষয়ে এবার কড়া অবস্থানের ভাবনা প্রশান্ত কিশোরের।

২০২১-এর আগে যাতে বুমেরাং না হয়ে যায়, তার জন্য দলকে তিনি পরামর্শ দেবেন সোশ্যাল মিডিয়ার প্রচারের ব্যাপারে কড়া অবস্থান নিয়ে বিধিনিষেধ আরোপ করতে। তা না হলে ২০২১-এর নির্বাচনী প্রচারে পিছিয়ে পড়বে তৃণমূল। দলের অনেক নেতা-নেত্রীই সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করছেন না বলে অভিযোগ।

তার আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হতে না হতেই, সোশ্যাল মিডিয়ায় বেঁফাস মন্তব্য করে দলকে বিপদে ফেলে দিচ্ছেন অনেক নেতারা। তার খেসারত দিতে হচ্ছে দলকে, ধাক্কা খাচ্ছে প্রচার-পরিকল্পনা।

আরও পড়ুনঃ বিনামূল্যে করোনা পরীক্ষার ই-মেল ব্যাঙ্ক প্রতারণার ছক, সতর্কতা কলকাতা পুলিশের

উল্লেখ্য, প্রশান্ত কিশোরকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কৌশল গঠনের দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ লোকসভা ভোটের পর থেকে তিনি তৃণমূলের প্রচার পরিকল্পনার দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি এবং বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে প্রশান্ত কিশোরের আই-প্যাক টিমের ভূমিকা ছিল। তারপর থেকেই তিনি বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি দলের হয়ে কাজ করেছেন। ২০২১ বিধানসভা ভোট বৈতরণীও তাঁর পরামর্শের ওপরেই পার হতে চাইছে এ রাজ্যের শাসকদল তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here