বিগ ব্রেকিংঃ আর বহিরাগত নয়, পিকে এবার ভবানীপুরের ভোটার

0
143

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ বড় চমক ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে! এবার ভবানীপুরের ভোটার প্রশান্ত কিশোর। ‘একুশের মহারণে’ তৃণমূলের বিপুল জয়ে বড় ভুমিকা ছিল পিকের সংস্থা আইপ্যাকের। এবার সেই পিকে-কেই দেখা যেতে পারে ভবানীপুরে উপনির্বাচনে ভোটের লাইনে।

গত বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছিল প্রশান্ত কিশোরের। ভোটার কার্ডে তাঁর ঠিকানা ছিল, মুখ্যমন্ত্রীর পাড়া অর্থাৎ কালীঘাটের পটুয়াপাড়া এলাকার। ভোটার তালিকায় ভবানীপুর কেন্দ্রের ৭৩ নম্বর ওয়ার্ডের ২২২ পার্টে, অর্থাৎ সেন্ট হেলেন স্কুল ছিল তাঁর ভোট কেন্দ্র। তবে বিধানসভা নির্বাচনের সময় ব্যস্ততার কারণে ভোট দিতে যেতে পারেননি প্রশান্ত।

শনিবার ভোটার তালিকায় প্রশান্তের নাম দেখে তৃণমূলকে কটাক্ষ করে টুইট করেন বিজেপি-র মিডিয়া ইন-চার্জ সপ্তর্ষি চৌধুরী। প্রশান্ত-সহ তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘অবশেষে প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার!! বাংলার মেয়ে কি তবে বহিরাগত ভোটার চায়!! কুণাল ঘোষ, জানতে চায় রাজ্যের মানুষ।‘

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here