নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জেডিইউ দলনেতা নীতিশ কুমার বুধবার নির্বাচন পরামর্শদাতা প্রশান্ত কিশোর এবং প্রাক্তন কূটনীতিবিদ পবন কে বর্মাকে দল থেকে উৎখাত করলেন। জানা গেছে, জনসাধারণের প্রতি নীতিশের দায়বদ্ধতা নিয়ে প্রশান্ত এবং পবনের প্রশ্ন ওঠানোর ভিত্তিতেই দল থেকে এই দুজনকে উৎখাত করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।
আগেই জেডিইউ নেতাকে প্রশান্ত এবং পবন বিজেপির সাথে জোট সরকার গঠন করে দিল্লির নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রশ্নবাণ ছুঁড়েছিলেন। এই কারণে নীতিশের মনে হয়েছে এই দুজন দলের বিপদের কারণ হতে পারেন এবং ভবিষ্যতে দলের বাইরে গিয়ে দলের বিপক্ষে এঁরা কাজ করতে পারেন। তাই আগে থেকেই সাবধান হয়ে দল থেকে এই দুজনকে ছেঁটে ফেললেন নীতিশ–জেডিইউ-এর একজন দলনেতা এমনটাই মনে করছেন।
দেশ জুড়ে জারি করা অসাংবিধানিক আইন সিএএ-কে সমর্থন জানিয়ে এনডিএ সরকার মোদি সরকারের সাথে হাত মিলিয়েছে। পাশাপাশি বিহারে সিএএ-র পরবর্তী পদক্ষেপ এনআরসি জারি করার জন্য নীতিশ কুমারের সম্মতিকেও তীব্র কটাক্ষের চোখে দেখেছে প্রশান্ত কিশোর এবং পবন কে বর্মা।
এ হেন দেশের আপামর মুসলিম সম্প্রদায়কে অস্বস্তির মুখে ফেলে দেওয়া এবং নিজের রাজ্যেও সিএএ-র মতো অসাংবিধানিক আইনকে বলবত করার প্রস্তাবের বিরোধিতা করেছিলেন ওই দুই নেতা। ভবিষ্যতে ওই দুই নেতা যাতে নীতিশ কুমারের পথের কাঁটা হয়ে না দাঁড়ায় তাই এদেরকে ছেঁটে বাদ দেওয়া হল বলে মনে করেছেন রাজনৈতিক দলনেতাদের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584