নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কি না সেটা ২৫ অগাস্টের মধ্যে জানিয়ে দিতে হবে এফসিডিএলকে। ফলে হাতে বেশি সময় নেই চালিয়ে খেলতে হবে। নতুন ইনভেস্টর পাওয়া খূব কঠিন তাই আপাতত শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়কে হাতে রেখেই এগোতে চাইছেন লাল হলুদ কর্তারা।
প্রসূন বাবু প্রথমে বলেছিলেন ৮০ শতাংশ শেয়ার নিজের কাছে রাখবে। কর্তারা চেয়েছিলেন ৫০ শতাংশ শেয়ার দিতে প্রসূন বাবুকে। সেই কারণে কিছুটা মুশকিল হয়েছিল প্রসূন মুখোপাধ্যায়র ক্লাবে ইনভেস্ট করা। সেই কারণে ক্লাব কর্তারা কোয়েসের থেকে কিছুটা কম ৬০ শতাংশ শেয়ার দিতে চাইছেন প্রসূন বাবুকে।
আরও পড়ুনঃ আর্চারের সঙ্গে যেন অধিনায়ক রুট কথা বলেনঃ অ্যান্ডারসন
তিনি রাজি না হলে আরও খানিকটা শেয়ার বাড়াবেন কোনো ভাবেই কর্তারা বুঝতে দিতে চাইছেন না যে তাঁদের জন্য ক্লাবের স্বার্থ নষ্ট হচ্ছে সেই কারণে কোয়েসকে আনার পেছনে বড় ভূমিকা থাকা কর্পোরেট কর্তা সৈকত গঙ্গোপাধ্যায়কে প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলার দায়িত্ব দিচ্ছেন তারা।
আরও পড়ুনঃ বাজ পাখি শিল্টনকে এবার দেখা যাবে চার্চিলে
প্রসূন বাবু রাজি হলে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই ইনভেস্টর নাম ঘোষণা করে আইএসএল খেলার জন্য তৈরি হবে ক্লাব। লোগো থাকবে প্রসূন বাবুর কলকাতার কোম্পানি। এদিকে এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছেন গোল রক্ষক দেবজিৎ মজুমদারকে ইনভেস্টর এলে দেবজিৎকে সই করাতে চায় শতবর্ষর ক্লাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584