রাজ্যের সেরা দক্ষিণ সুন্দরবনের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত

0
99

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রক প্রতিবছর দেশের সেরা পঞ্চায়েত বেছে নেওয়ার জন্য আয়োজন করে “দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরণ” প্রতিযোগিতা। স্যানিটেশন, নিজস্ব তহবিল সংগ্রহ, একশ দিনের কাজ সহ বিভিন্ন বিভাগ উঠে এসেছিল কাজের নিরিখে।

Award ceremony | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি প্রতিযোগিতায় সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ (জি.পি.ডি.পি.) গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনাও উঠে এসেছিল। ২০১৯ সাল পর্যন্ত মন্ত্রক সারা দেশের মধ্যে একটি’ই মাত্র গ্রাম পঞ্চায়েতকে এই পুরস্কার দিয়ে এসেছে। কিন্তু এবছর নিয়ম বদলেছে। প্রতিটি রাজ্যে সেরা পঞ্চায়েতকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রক।

Award | newsfront.co
নিজস্ব চিত্র

এই প্রথম বার রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শিরোপা পায় দক্ষিণ সুন্দরবনের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত। এ রাজ্যে রয়েছে ৩৩৪১ টি পঞ্চায়েত। তার মধ্যে থেকে সেরার শিরোপা দখলে রেখে এবার এই পঞ্চায়েত মন কেড়ে নিল সুন্দরবনবাসীর।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রকের মাপকাঠিতে এই পঞ্চায়েত তার ভৌগলিক এলাকার মধ্যে বসবাসরত সকল মানুষের মৌলিক চাহিদা পূরণ করেছে। উন্নয়ন পরিকল্পনা রচনার সময় সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত এলাকার সমস্যা দূর করেছে।

আরও পড়ুনঃ আজ থেকে রাজ্যজুড়ে ফের শুরু হচ্ছে আধারের কাজ

প্রাপ্তব্য সম্পদ ও সম্ভাবনাকে চুলচেরা বিশ্লেষণ করার মধ্যে দিয়ে উন্নয়ন পরিকল্পনাকে বাস্তব চিত্র দেখিয়েছে। বিজ্ঞান সম্মত করে তুলেছে এই পঞ্চায়েত এলাকা। সেই সঙ্গে পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে তদারকি করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষর সঙ্গে সকল সহকর্মীরা। দক্ষতা ও স্বচ্ছতার মেলবন্ধন ঘটিয়ে পঞ্চায়েত এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো যে যায়, তা প্রমাণ করেছে। এগুলোই ছিল প্রতিযোগিতার মাপকাঠি।

আরও পড়ুনঃ জিএসটি ক্ষতিপূরণের অর্থ অন্যত্র খরচ করেছে কেন্দ্র- ক্যাগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

অনলাইনে সমস্ত তথ্য ও প্রাসঙ্গিক ছবি আপলোড করার মধ্যে দিয়ে জি.পি.ডি.পি. বিভাগে আবেদন করে প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত। প্রতিবছর এপ্রিল-মে মাসে পুরস্কার প্রাপকদের সংবর্ধিত করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রক। এবছর করোনার জেরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করে কেন্দ্রীয় মন্ত্রক।

আরও পড়ুনঃ বিদায় নিল এমসিআই

কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং সরাসরি চিঠি পাঠিয়ে গ্রাম পঞ্চায়েতকে এই পুরস্কার পাওয়ার বিষয়টি জানান।সঙ্গে মন্ত্রকের দেওয়া শংসাপত্র, পুরস্কার মূল্য বাবদ পাঁচ লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েতকে প্রদান করেন।

এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত মাইতি বলেন, ”পুরস্কার হল ভালো কাজের স্বীকৃতি। যেকোন পুরস্কার আরও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। ধারাবাহিক ভাবে আমাদের গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের জন্য নিরলস কাজ করে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here