উইন্টার-ওয়েডিং সিজনে নতুন কালেকশন নিয়ে হাজির ‘তসম’

0
239

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

নতুন বছরে নতুন কালেকশন নিয়ে এল প্রমিত মুখার্জী-র ফ্যাশন ব্র্যান্ড ‘তসম’। ১৮ জানুয়ারি তসম-এর সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আইসিসিআর-এ একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

ছবিঃ প্রকাশ পাইন

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলোকানন্দা রায়, অভিনেতা বরুণ চন্দ, রূপান্তরকামী আইনজীবী সায়ন্তনী ঘোষ, পন্ডিত মল্লার ঘোষ, আইসিসিআর-এর পরিচালক গৌতম দে, ইউএসএ, চীন, জার্মান এমব্যাসি, বাংলাদেশ উপহাইকমিশনের প্রধান সহ অন্যান্য বিশিষ্টরা।

ছবিঃ প্রকাশ পাইন

এবছর তসমের উইন্টার কালেকশনে থাকছে বাচ্চা থেকে শুরু করে টিনেজারদের কালেকশনও। এছাড়াও থাকছে ওয়েডিং সিজনের কালেকশন। এই কালেকশন শুধুমাত্র বর কনের জন্য নয়, সপরিবারের জন্য থাকছে এই কালেকশন।

ছবিঃ প্রকাশ পাইন

থাকছে শালের তৈরি ইউনিক পাঞ্জাবি ও ধুতি। পাশাপাশি এই কালেকশনে থাকছে শালের শাড়িও। এছাড়াও থাকছে ইন্দো ওয়েস্টার্ণ ও ট্র্যাডিশনাল কালেকশন। এদিন ব্রাইডাল কালেকশনে র‌্যাম্পে হাঁটলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা।

ছবিঃ প্রকাশ পাইন

এদিন র‌্যাম্পে হাঁটলেন রূপান্তরকামী আইনজীবী সায়ন্তনী ঘোষ, পন্ডিত মল্লার ঘোষ সহ অন্যান্যরা। অন্যদিকে উইন্টার কালেকশন পরে র‌্যাম্পে হাঁটলেন পেশাদার মডেলরা।

ছবিঃ প্রকাশ পাইন

‘ফ্যাশন ফিয়েস্তা২’ শো-এর থিম সং সহ সবরকম মিউজিক করেছেন পন্ডিত মল্লার ঘোষ।

ছবিঃ প্রকাশ পাইন

র‌্যাম্প শো-এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বদের তসম সম্মানও প্রদান করা হয়। সবমিলিয়ে এদিন জমজমাট হয়ে উঠেছিল এই ফ্যাশন র‌্যাম্প শো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here