নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
করোনা আবহের মাঝে মহিলা পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পুরসভার অন্তর্গত প্রতাপপুর সার্ব্বজনীন দুর্গাপুজাে কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল আজ। ধীরে ধীরে করোনার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, হয়তো ধীরে ধীরে মানবসভ্যতার মধ্য থেকে একদিন বিলীন হয়ে যাবে করোনা, আবার পুরোনো ছন্দে ফিরবে নতুন পৃথিবী, তবে তা কবে কেউ জানে না।
তবু কি থেমে থাকে ভবিষ্যৎ? প্রতিটা বাঙালির মনেপ্রাণে একটাই চিন্তা পুজোর নির্ঘণ্ট বেজে গিয়েছে, তবে সেই পুজোমন্ডপ, থিম প্রতিমা দেখার ভিড় আদৌ কি জমবে প্রতিটা প্যান্ডেলে? তবে ত্রিনয়নী রুদ্ররুপিনী দশভুজা দেবী দুর্গতিনাশিনী আসছেন মর্তে। তারই নিদর্শন যেন এই খুঁটি পুজোর প্রস্তুতিপর্ব।
করোনার আবহের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার প্রতাপপুরে পুজোর শুভারম্ভ হল খুঁটিপুজোর মাধ্যমে।
বিগত বছর ধরে মহিলা পরিচালিত এই পুজো শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়ে আসছে। দীর্ঘবছর ধরে হয়ে আসা এই পুজো এ বছর ৫৪ তম বছরে পদার্পণ করলো, সেকারণে শঙ্খ, ঢাক ও কাঁসর বাজিয়ে পুজো প্যান্ডেলের খুঁটিপুজোয় নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান তথা পুজো কমিটির নতুন সভাপতি নন্দ মিশ্র। প্রতাপুরের এই পুজো পাঁশকুড়া ব্লকের মধ্যে পুজো প্যান্ডেল সহ প্রতিমা, প্রত্যেক বছর শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়ে এসেছে।
আরও পড়ুনঃ খড়্গপুরে সাক্ষরতা দিবস পালন
বিগত বছর গুলিতে পাঁশকুড়া পুরসভার পক্ষ থেকে পুজো পরিক্রমায় কোন বারে প্রথম বা কোন বছর দ্বিতীয় পুরষ্কারে পুরস্কৃত হয়ে আসে প্রতাপপুর সার্ব্বজনীন দুর্গাপুজো কমিটি। মহিলা পরিচালিত এই দুর্গা পুজোয় প্যান্ডেল ও প্রতিমা দেখতে প্রতি বছরই বহু প্রতিমা দর্শনার্থীরা ভিড় জমায়। পাশাপাশি ওই মন্ডপে অষ্টমীর দিন পুজো দেওয়া এবং পুষ্পাঞ্জলি দিতে হাজার হাজার ভক্তের ভিড় হয়। পাশাপাশি এই পুজোকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো।
কিন্তু এবছর তা বাধ সাধল কোভিড ১৯ র কারণে। প্রতি বছর পুজোর বাজেট থাকে ৮ থেকে ৯ লক্ষ টাকা, কিন্তু এবছর পুজো হলেও তার বাজেট নেমে হয়েছে ২ লক্ষ। গত কয়েক বছর ধরে মহিলাদের দ্বারা পরিচালিত হওয়া এই পুজো করোনা আবহের কারণে নিজের কাঁধে সমস্ত পুজোর দায়িত্ব তুলে নিলেন পুরসভার চেয়ারম্যান নন্দবাবু এবং নতুন সম্পাদক হিসেবে তপন কুমার সেন।
যদিও অন্যান্য বছরের তুলনায় এবছর পুজোর সময়সীমা কিছুটা পিছিয়ে রয়েছে,আশ্বিন পেরিয়ে কার্তিক মাসে বাঙালির উৎসব দুর্গাপুজো। তবু এখন থেকেই তার প্রস্তুতিপর্ব প্রায় শুরু করে ফেললেন পুজো কমিটির কর্তারা।পুরুষ তান্ত্রিক সমাজে নারীদের অধিকার কোন অংশে কম নয়, সাড়ম্বরে দুর্গাপুজো করতে পারে মহিলারাও, তারই প্রত্যক্ষ উদাহরণ পাওয়া গেল এই সার্ব্বজনীন দুর্গাপুজাের খুঁটি পুজােতে।
আরও পড়ুনঃ নিয়মরক্ষার পুজোর আয়োজন হিলি সীমান্তে
তবে পুজাে কমিটির পক্ষ থেকে জানানো হয়, মানুষের আনন্দের সাথে সাথে মানুষের শারীরিক সুস্থতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা পূজার্চনার ব্যবস্থা করেছি।
পুজােমন্ডপে স্যানিটাইজেশনেরও ব্যবস্থা থাকবে এবং ঠাকুর দর্শনার্থীদের মধ্যে দূরত্ব যাতে বজায় থাকে সেদিকে নজর রাখবে পুজাে কমিটি। করোনার কামড়ে বিশ্বজুড়ে মানুষ গৃহবন্দি, বাইরে বের হলেই বারে বারে এক মারণ আতঙ্ক যেন গ্রাস করে প্রতিটা মানুষকে,তবু মা আসছেন মর্তে, তারই আনন্দে দানা বাঁধতে শুরু করেছে সকল মানুষের মন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584